নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জমিদার রিফাত

রিফাত

বাংলার জমিদার রিফাত › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন সত্যি হবে তো রূপার?

১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪




কাজী রূপার দাদাগিরি,স্বপ্নের পথে একধাপ এগুতে শুরু করেছে সে।

রিফাত কান্তি সেন:-

কাজী রূপা,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পলিটিকেল সাইন্স গ্রুপের ছাত্রী।

বাড়ি টাংগাইল জেলার মধুপুরে।

বাবার নাম কাজী আবদুল হাকীম, মায়ের নাম মুময়ারা বেগম।

দারিদ্রতা কি জিনিস সেটা সে হারে হারে টের টেয়েছে।

ছোটবেলা থেকে ই তার পথ চলা ও নাকি ছিলো স্ট্রাগল এর মধ্যেদিয়ে।

নিজে অনেক পরিশ্রম করে পড়ালেখা শিখেছে।

দারিদ্রতা তার পিছু ছুটলে ও সে দারিদ্রতাকে প্রশ্রয় দেয় নি!

ছোট বেলা থেকে ই স্বপ্ন দেখতো একদিন বড় হয়ে পাশে দাড়াবে অবহেলিত পথ শিশুদের।

তার স্বপ্নের পথ একটু হলে ও সুগম হতে শুরু করেছে।

এই জানুয়ারীতে ই নীলক্ষেত সঃ প্রাঃবিদ্যালয়ে কয়েকজন পথ শিশুদের ভর্তি করিয়েছে সে।


নতুন বই আর ভর্তির আনন্দে তাই উল্লাসিত পথ শিশুরা।

তার স্বপ্ন একদিন ঐ পথশিশুরা লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হবে।

আর তাই প্রতিদিনই সে পথ শিশুদের কল্যানে নানা কাজ করে বেড়ান।

তার এই অসামান্য দাদাগিরির পথটা ও তাই একধাপ এগিয়েছে।

তার ফেসবুক স্টেটাস এ দেখলাম জলের গানের রাহুল তাকে উৎসাহিত করে কথা দিয়েছে অবহেলিত শিশুদের নিয়ে কনসার্ট করবে।

রূপার এমন মানুষিকতা প্রতিটি মানুষ, বিশেষ করে বিত্তবানদের মধ্যে থাকলে। একটি শিশু ও শিক্ষা ও তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না।

সমস্যা হলো এদেশে কথা বলার মানুষের অভাব নেই,কথা রাখার মানুষের বড়ই অভাব!

শুধু বক্তিতার মঞ্চে সমাজপতি,দানবীর,নীতি কথা বলে মানুষকে আশ্বাস দেন কিছু সমাজপতি।

আসলে এদের মধ্যে ই ভেজাল পাওয়া যায়, কারন এরা কথায় এক কাজে আরেক।

আপনি ও রূপার মত এমন দাদাগিরি করতে পারেন।

মানুষ ভজলে সোনার মানুষ হবি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.