![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে জানতাম স্কলারশীপ দেয়া হয় লেখাপড়া করার জন্য। তবে সাউথ এশিয়া ইউনিভার্সিটির পেজে এই ছবি দেখার পর আমি এখন সত্যিই কঠিন প্রশ্নের মুখোমুখি। বিশ্ববিদ্যালয়ে স্কলারশীপ কি জন্যে দেয়া হয়। কেউ কি আমাকে এই প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করবেন?
কেউ কেউ এইসবকে প্রগতিশীলতার নাম দিয়ে চালিয়ে দেয়ার ঘৃণ্যতম ও হীনতম প্রচেষ্টা চালিয়ে থাকেন।
আমি নিজেও প্রগতিশীল হওয়ার চেষ্টা করি। কিন্তু প্রগতিশীলতার নাম দিয়ে যারা এই ধরনের কাজকর্মকে বৈধতা দেয়ার চেষ্টা করেন, তারা এই পৃথীবিকে মধ্যযুগের পুর্ব যুগে ফিরিয়ে নিতে চান বলেই আমার বিশ্বাস। আমাদের সামাজিক সম্প্রীতি, মুল্যবোধকে প্রগতিশীলতার নাম দিয়ে বিনষ্ট করার প্রচেষ্টা কখনোই সফল হতে দেয়া যাবেনা। তাহলে আমেরিকার মানুষ যেমন এত উন্নত, আধুনিক হয়েও সামাজিক, পারিবারিক ও মানসিকভাবে সুখে থাকতে পারছেনা, আমাদেরকেও ঠিক একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
আচ্ছা বলুনতো সবকিছু ঠিক থাকার পরেও যদি আপনি মানসিকভাবে সন্তুষ্ট ও স্বস্তিতে থাকতে না পারেন, তাহলে কি হবে এই সব প্রগতিশীলতার নাম দিয়ে পুর্বগতিশীলতা দিয়ে?
আবার বলছি যুদ্ধ করে দেশ দখল করার দিন এখন আর নেই। এখন হচ্ছে ডিজিটাল সাম্রাজ্যবাদের সময়। এখন কোন দেশের সামাজিক মূল্যবোধ, নিজস্বতাকে ধ্বংস করে তাতে আক্রমণকারীদের চিন্তা ভাবনাকে প্রতিস্থাপনের মাধ্যমেই ঐ কাজ করা হয়।
আমাদের দেশকে বাচাতে হবে আমাদেরই। আমাদের আরো সচেতন হতে হবে। নচেৎ, স্বাধীনতা থাকবে, কিন্তু থাকবে এমনভাবে, ঐ যে কথায় আছে না, কাজির গরু খাতায় আছে, গোয়ালে নেই।
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
বাংলার মাহাথির বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
কালীদাস বলেছেন: আর আমি কিনা এই স্কলারশিপ পাইলাম না
এ জেপন রাখপ না, ফাসির দড়ি নিয়া হাঁটা দিলাম
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
বাংলার মাহাথির বলেছেন: কচু গাছের সাথে রশি বেধে ফাঁসি দেন নিজেকে
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১
আলোড়ন বলেছেন: সুন্দর লিখার জন্য ধন্যবাদ । আসলে, আমরা (বাংলাদেশী) মরীচিকায় পানি খুঁজে অভ্যস্ত তো তাই । আর, প্রগতিশীল তো হতেই হবে, মাইয়ার বাবা যে বিলেত ফিরত বাবু চান ।