![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবি দেখি তা না-না-না।।
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে,
কি জাত হবা যাবার কালে
সে কথা ভেবে বল না।।
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
এক জলেই সব হয় গো শুচি,
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাকেও ছাড়বে না।।
গোপনে যে বেশ্যার ভাত খায়,
তাতে ধর্মের কি ক্ষতি হয়।
লালন বলে জাত কারে কয়
এ ভ্রম তো গেল না।।
০২ রা জুন, ২০১৬ রাত ১১:১০
বাংলা গান শুনুন বলেছেন: গান আমি অনেক ভালবাসি,তাই এই আয়োজন। সাথে থাকুন,উপভোগ করুন।
২| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:১১
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।
০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫৩
বাংলা গান শুনুন বলেছেন: ধন্যবাদ আপনাকেও, সাথে থাকুন।
৩| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:১৪
কালনী নদী বলেছেন: সবসময় সাথেই আছি।
০৬ ই জুন, ২০১৬ দুপুর ১:১৬
বাংলা গান শুনুন বলেছেন: ভাল লাগল আমার মত একজন গান পাগল মানুষ পেয়ে।শুভাশিস নিত্যকাল
৪| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫১
কালনী নদী বলেছেন: আমি গান, পাখি , বই সাথে মাদকপ্রিয় মানুষ ভাই!
০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২২
বাংলা গান শুনুন বলেছেন: গান,বই আর লালপানি-
আমি বুঝি এই তিনটাই আমার জীবনের মানে।নারী জিনিসটা খুব বেশী আমায় টানেনা।
আমি.......
রক্তের গ্রুপঃ AB+
উচ্চতাঃ ৫ফুট ৯
পেশাঃ ব্যাবসা।
প্রিয় ব্যাক্তিঃ মা।
প্রিয় রঙঃ লাল ও সবুজ ।
প্রিয় পোশাকঃ পাঞ্জাবী।
প্রিয় ফুলঃ গোলাপ,জবা, বেলী, হাসনাহেনা।
প্রিয় ফলঃ লিচু।
প্রিয় পাখিঃ মাছরাঙ্গা ।
প্রিয় খাবারঃ নুডলস।
প্রিয় মুহূর্তঃ বই পড়া,গান শোনা,পরিবারের সবাই যখন একত্রিত হই।
প্রিয় শখঃ বই কেনা।
প্রিয় মুভিঃ Shadows of time.
প্রিয় ফুটবল দলঃ আর্জেন্টিনা।
প্রিয় ফুলবল খেলোয়াড়ঃ লিওনেল মেসি।
প্রিয় ক্রিকেট দলঃ বাংলাদেশ।
প্রিয় ক্রিকেটারঃ মাশরাফি, ব্রায়ান লারা।
প্রিয় লেখক : কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আজাদ, সমরেশ মজুমদার,বারট্রান্ড রাসেল, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিমল মিত্র, সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ুন আহমেদ,জাফর ইকবাল,বুদ্ধদেব গুহ,সঞ্জীব চট্রোপাধ্যায়,মহাশ্বেতা দেবী।
প্রিয় শিল্পিঃ বাপ্পা মজুমদার,জেমস,আইয়ুব বাচ্চু,শাফিন আহমেদ,মেহরীন।
প্রিয় অভিনেতাঃ মোশারফ করিম, মিশু সাব্বির,ছিদ্দিক,এলেন শুভ্র, শালমান শাহ,শাহরুখ খান।
প্রিয় অভিনেত্রীঃ সুবর্না মোস্তফা, এড তারানা হালিম,কাজল।
অপছন্দ করিঃ মিথ্যেবাদী, ওয়াদা ভঙ্গকারী,দেশোদ্রহীদের।
প্রিয় ব্যাক্তিত্বঃ
***** মহানবী হযরত মুহাম্মদ (সঃ)
১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২। শেরে বাংলা একে ফজলুল হক
৩। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
৪। শহীদ সোহরাওয়ারদি
৫। আহমেদিনিজাদ
৬। ভ্লাদিমির পুতিন
৭। এডলফ হিটলার
৮। চে গুয়েভারা
৯। হুগো শ্যাভেজ
১০। ফিদেল ক্যাস্ট্রো
রাজনীতিঃ বাংলাদেশ আওয়ামীলীগ।
প্রিয় শ্লোগানঃ জয় বাংলা।
সবার জন্য- দেশকে ভালবাসুন।
৫| ০৬ ই জুন, ২০১৬ রাত ৮:৫২
কালনী নদী বলেছেন: অসাধারণ বায়োগ্রাফি হয়েছে ভাই !!! আপনাকে অসংখ্য ধন্যবাদ।
০৬ ই জুন, ২০১৬ রাত ৯:২২
বাংলা গান শুনুন বলেছেন: আমার প্রিয় প্রসঙ্গ বললাম, ধন্যবাদ আপনাকেও।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৬ রাত ৮:৩১
মাহাবুবা মিম বলেছেন: ভালই লিখেছেন।