![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো জানতে চেওনা
কী আমার সুখ, কী আমার বেদনা
তুমি কখনো দাওনি মালা
…কেন দাও কাঁটার জ্বালা
ঢেউ গুনি তীরে বসে বসে আমি
আজ স্মৃতির ঘাটে একেলা
তুমি কখনো রোদেলা নীলাকাশ হয়ে যাও
কখনো শ্রাবণ মেঘলা
কখনো জানতে চেওনা
কি আমার সুখ, কি আমার বেদনা
আজো শুনি দুর থেকে ভেসে আসে
কোন অচিন দ্বীপের কান্না
যেন উদাসী বাতাসে তার সুর ভেসে যায়
পাওয়া না পাওয়ার মোহনায়
কখনো জানতে চেওনা
কি আমর সুখ, কি আমার বেদনা
০৫ ই জুন, ২০১৬ রাত ৯:২৬
বাংলা গান শুনুন বলেছেন: সত্যিই অসাধারণ। মাঝেমধ্যে মনে হয় এমন একটা গান যদি আমি লিখতে পারতাম তাহলে জীবনটা আমার ধন্য হয়ে যেত,আমি বেচে থাকতাম মানুষের মাঝে এই গান দিয়ে।ধন্যবাদ, সাথে থাকুন।
২| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: কতবার শতবার শোনা গান!!!
কি ব্যথাভরা মুগ্ধতার গান।
যেন একযুগ আগে ফিরিয়ে নিয়ে গেলেন
ধন্যবাদ শেয়ারে +++++++++++++
০৫ ই জুন, ২০১৬ রাত ৯:৩০
বাংলা গান শুনুন বলেছেন: প্রতিটি লাইন যেন আমাকে নিয়ে লিখা,তাই বারবার ফিরে যাই অতীতে।ধন্যবাদ, সাথে থাকুন,আবার দেখা হবে প্রিয় কোন গানে।
৩| ০৫ ই জুন, ২০১৬ রাত ৯:০৫
মাহমুদ ফারুক (বাবুই) বলেছেন: অপূর্ব....
০৫ ই জুন, ২০১৬ রাত ৯:৩২
বাংলা গান শুনুন বলেছেন: সত্যিই অপূর্ব, যেন হৃদয় ছুঁয়ে যায়।
৪| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:২৭
টুথব্রাস বলেছেন:
বন্ধ হতে যাচ্ছে ফেসবুক !
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০০৪ সালে প্রাইভেট নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হবার তিনবছর পর ২০০৭ সালে বিশ্বব্যাপী ফেসবুক তাদের সার্ভিসটি উন্মক্ত করে।
একের পর এক নতুন ও আকর্ষণীয় ফিচার এনে ফেসবুক কর্পোরেশন ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং জগতের ধারাই বদলে দিয়েছে।
সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ২০৭৩ সালে তারা ফেসবুক স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে গোয়াবুক নামে নতুন একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট চালু করবেন। ফেসবুকের কোনো ডাটাই সেখানে থাকবেনা। নতুন করে সবকিছূ শুরু করা হবে। এখবরটি শুনে বিশ্বব্যাপী তুমুল হইচই শুরু হয়ে গেছে। বিশ্বের নানাপ্রান্তের ফেসবুক ইউজাররা ইতিমধ্যেই জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান কে নিয়ে গালাগালি শুরু করে দিয়েছে।
প্রিসিলা খুব শীঘ্রই আইডি ডিএকটিভেট করে দিবে বলেও জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ঘটনাটিতে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। – প্রথম আলু ডেস্ক
০৬ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৮
বাংলা গান শুনুন বলেছেন: জনাব আমরা কথা বলছি ভূগোল নিয়ে,আপনি ইতিহাসের আলোচনা শুরু করলেন কেন?
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৬ রাত ৮:০৫
কালনী নদী বলেছেন: ঢেউ গুনি তীরে বসে বসে আমি
আজ স্মৃতির ঘাটে একেলা
তুমি কখনো রোদেলা নীলাকাশ হয়ে যাও
কখনো শ্রাবণ মেঘলা
কখনো জানতে চেওনা
কি আমার সুখ, কি আমার বেদনা
অসাধারণ গাণের কথা!!!!!!++++++++=