নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলা গান শুনতে ভালবাসি।

বাংলা গান শুনুন

বাংলা গান শুনুন › বিস্তারিত পোস্টঃ

এই পৃথিবীর পরে- সাবিনা ইয়াসিন

০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৫

এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে০
সে কথা কি কোনদিন
কখনো কারো মনে পড়ে।।

তবুও তো ফোটে ফুল
পাখি গান গায়।
ভাবেনা তো কেউ তারে
চায় কি না চায়।
ফুলের প্রাণে পাখির গানে
কত না আশা রয় অগোচরে।।

সারা নিশি জ্বলে কত
দীপ নিভে যায়
নিজেরে পোড়ায় ধূপ
গন্ধ বিলায়।

দীপের কথা ধূপের ব্যথা।
স্মরণ করো কোন অবসরে।।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:২০

সাদা মনের মানুষ বলেছেন: গানটা আমার খুব ভালোলাগে

০৭ ই জুন, ২০১৬ দুপুর ১:১২

বাংলা গান শুনুন বলেছেন: ভাল লাগার মতই গান।যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে।

২| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৬

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা ।

০৭ ই জুন, ২০১৬ দুপুর ১:১৩

বাংলা গান শুনুন বলেছেন: ধন্যবাদ, সাথে থাকুন।

৩| ০৯ ই জুন, ২০১৬ রাত ১০:৩৪

কালনী নদী বলেছেন: এখনো শুনা হয়নি, প্রিয়তে রাখছি নিশ্চয়ই সময় করে শুনে নেব ভাইয়া। অসংখ্য ভালোলাগা জানবেন্

১০ ই জুন, ২০১৬ সকাল ১০:৩০

বাংলা গান শুনুন বলেছেন: হা হা হা...... এই গান না শোনা হলে আপনার গান শোনার অপূর্ণতা থেকে যাবে।খুব কম করে হলেও হাজার বার শোনা হয়েছে আমার,এবং সারাদিন গুনগুন করে এই গানটা গাই।আশা নয়,দৃঢ় বিশ্বাস আপনার ভাল লাগবে।

৪| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৩

কালনী নদী বলেছেন: তাহলে তো এই গান শোনতেই হবে!!!
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১০ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৯

বাংলা গান শুনুন বলেছেন: শুনে জানাবেন কেমন লাগে আপনার।

৫| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:৫৭

কালনী নদী বলেছেন: অবশ্যই! ঈদানীং একটু ঝামেলায় তাই হয়তো তথকনাথ শোনাটা হয়ে উঠছে না।
সবসময় ভালো থাকেন, সুস্ত থাকেন ভাইয়া।

১০ ই জুন, ২০১৬ রাত ১১:৩৯

বাংলা গান শুনুন বলেছেন: ভাল থাকবেন আপনিও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.