![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তুমি ভালবাস আমায়
শুধু এ কারণে পালাতে চাই
তোমার যোগ্য আমি নই
তাই ভয় যদি পেয়েও হারাই
পালাতে চাই....
তোমার কাছ থেকে আরও দূরে
পালাতে চাই
বাঁধতে চাইনা তোমায় এই সুরে
পালাতে চাই ।।
জড়াতে আমায় কেন চাও
হৃদয়টা ভাঙবে বলে
স্বপ্ন দুচোখে তাকাও
আগুন হয়ে পোড়াবে বলে।।
দৃষ্টির আড়ালে তোমার
শুধু একারণেই থেকে যাই।।
এত শোক সহ্য করার
ক্ষমতা সে তো নেই যে আমার
দুঃখ ভয়ে কাতরাই
ভাল লাগার নেই অধিকার ।।
হিমেল অনলে তোমার
গোড়াতে নিজেকে না চাই।
০৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩১
বাংলা গান শুনুন বলেছেন: সাথে থাকুন,আবার দেখা হবে কোন প্রিয় গানে।
২| ০৯ ই জুন, ২০১৬ রাত ১০:২০
কালনী নদী বলেছেন: এত শোক সহ্য করার
ক্ষমতা সতো নেই যে আমার
দুঃখ ভয়ে কাতরাই
ভাল লাগার নেই অধিকার
আমার আরেকটি প্রিয় গান।
আপনি চাইলে এসব লিরিক্সের মধ্যে বৈচিত্রতা নিয়ে আসতে পারেন! একবার ভাবেন বিদেশে বসে কোন ফরেনার আমাদের বাংলা গান শোনছেন!!!! আপনি ভাবেন যদি কিছু না পান আমাকে নক করবেন। ঈদানীং চাইলেও সবাইকে সময় দিতে পারছি না। ব্যক্তিগত একটি ঝামেলায় আছি। দোয়া করবেন ভাই।
১০ ই জুন, ২০১৬ সকাল ১০:২১
বাংলা গান শুনুন বলেছেন: প্রয়োজনে অবশ্যই নক করবো, আপনাদের ভাল লাগাই আমার পথ চলার অনুপ্রেরণা, ভাল থাকবেন।
৩| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:০২
কালনী নদী বলেছেন: এখানে এত সুখ সহ্য করার ক্ষমতা সে তো নেই যে আমার! হবে মনে হয়!
১০ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৫
বাংলা গান শুনুন বলেছেন: হুমম টাইপিং ভুল
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৮
মিলন হোসেন বলেছেন: অামার খুব প্রিয় একটা গান