নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলা গান শুনতে ভালবাসি।

বাংলা গান শুনুন

বাংলা গান শুনুন › বিস্তারিত পোস্টঃ

বাবা বলে ছেলে নাম করবে- আগুন

১৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৫

বাবা বলে ছেলে নাম করবে
সারা পৃথিবী তাকে মনে রাখবে
শুধু এই কথা কেউ জানে না
আগামী দিনের ঠিকানা।।
বাবা বলে ছেলে নাম করবে......

এখানে যত বন্ধুরা আছে
একই আশা সবার বুকে।।
আজ ওরা ভাবেন
কাল কে কি হবে
একই স্বপ্ন সবার চোখে
কেউ ইঞ্জিনিয়ার হয়ে নাম কামাবে
ব্যবসা করে কেউ গাড়ি বাড়ী বানাবে
শুধু এ কথা কেউ জানে না
আগামী দিনের ঠিকানা
বাবা বলে ছেলে নাম করবে.......

আমারই স্বপ্ন এক যে সুন্দরী
দেখে বাতাস হারায় দিশা।।
গালেতে গোলাব নয়নে যাদু
রাংগা ঠোটে ভালবাসা
আমি সবার সেরা নাচ করবো
প্রেমের ইতিহাসে নাম লেখাবো
আমার চোখে চেয়ে দেখো
কোথায় আমার ঠিকানা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: বাবা বলে ছেলে নাম করবে
সারা পৃথিবী তাকে মনে রাখবে
শুধু এই কথা কেউ জানে না
আগামী দিনের ঠিকানা।।
বাবা বলে ছেলে নাম করবে......


চমৎকার প্রকাশ।

১৮ ই জুন, ২০১৬ রাত ৮:২৯

বাংলা গান শুনুন বলেছেন: ভাল লাগল, তাই শেয়ার করলাম

২| ১৮ ই জুন, ২০১৬ রাত ১১:২৮

কালনী নদী বলেছেন: আমারই স্বপ্ন এক যে সুন্দরী
দেখে বাতাস হারায় দিশা।।
গালেতে গোলাব নয়নে যাদু
রাংগা ঠোটে ভালবাসা
আমি সবার সেরা নাচ করবো
প্রেমের ইতিহাসে নাম লেখাবো
আমার চোখে চেয়ে দেখো
কোথায় আমার ঠিকানা।


আর আমার - - - -???? ভালোবাসা সিমাহীন! তার নাম . . .ন!!

১৮ ই জুন, ২০১৬ রাত ১১:৩৯

বাংলা গান শুনুন বলেছেন: ভালো লাগে,প্রায়ই শুনি,কিন্তু এখানে দেখলুম গানটির তেমন কদর নেই।তাতে কি? তবুও ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.