![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা কথাটি ছোট্ট আতি কিন্তু জানো ভাই ইহার চেয়ে নাম যে মধূর ত্রিভূবনে নাই
প্রতারনার নতুন কৌশল :
আমার শ্বশুরের মোবাইলে একটি অপরিচিত নম্বর হতে একটি ফোন আসে । শ্বশুর ব্যস্ত থাকায় আমার বউ ফোন ধরলে তার কাছে আমার নম্বর চায় । ঐদিন বাসার আই পি এস এর কাজে লোক আসার কথা থাকায় সেই লোক ভেবে সে আমার নম্বর দিয়ে দেয় ।
এবার কল আসে আমার মোবাইলে , স্যার আমি গ্রামীন কমিউনিকেশন
থেকে বলছি,টাওয়ারের কাজ চলছে তাই আপনার মোবাইল টা ১ ঘন্টার জন্যে বন্ধ রাখেন । আমি বললাম আমার জরুরী ফোন আসতে পারে আর আপনি ১২১ থেকে ফোন না করলে আমি আপনাকে বিশ্বাস করছি না । অনেক ভাবে আমাকে বুজাল কিন্তু আমি রাজি হইনি ।
এবার আমার শ্বশুরের কাছে আবার ফোন আসল , এবার আমি শ্বশুর সেজে তার সাথে কথা বলতে শুরু করতেই সে বলে আপনার মেয়ের জামাই কে এরেষ্ট করা হইছে । আপনার জামাই ভাল বলে ছেড়ে দিচ্ছি কিন্তু কিছু টাকা বিকাশ করতে হবে । আমি বললাম ওরে মাইরা ফেলেন তার সাথে আমাদের সম্পর্ক খারাপ....!
তবে যদি আমি মোবাইল বন্ধ করতাম তখন আমার বাসার লোকজন বিশ্বাস করত যে আমি আসলেই এরেষ্ট । তখন তাদের ফাদে পা দিতই ।
সবাইকে সতর্ক করার জন্য আমার এই প্রচেষ্টা ।
by - Amar Shopno Tumie - আমার স্বপ্ন তুমি ।
২| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কত পদের বাটপার যে দুনিয়ায়!
৩| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:০৩
ঢাকাবাসী বলেছেন: এসবের পেছনে সরকারের লোকজনের হাত তো থাকতেই হপে!
৪| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:০৯
ভুয়া প্রেমিক বলেছেন: যত ফানি ভাবে আপনি লিখেছেন, বিষয় টা কিন্তু ততটা ফানি নয়। চিন্তার বিষয়
৫| ১৯ শে মে, ২০১৪ দুপুর ২:২৭
একাকী বাংলাদেশি বলেছেন: ঘটনা কি আসলেই সত্যি নাকি? এটা তো ভয়াবহ ব্যাপার............
৬| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:১০
ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: এর পিছে RAB এর হাত পা আছে..
৭| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৯
সাহাদাত উদরাজী বলেছেন: আজকাল এ রকম হচ্ছে।
৮| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:৪২
মদন কািন্তর্ বলেছেন: আপনার রসিকতার ক্ষেমতায় আমি মুগ্ধ
৯| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:৫০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বললাম ওরে মাইরা ফেলেন তার সাথে আমাদের সম্পর্ক খারাপ....!B-
সত্যি নাকি?
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৮
আজীব ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ.........