![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা কথাটি ছোট্ট আতি কিন্তু জানো ভাই ইহার চেয়ে নাম যে মধূর ত্রিভূবনে নাই
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স চালু হচ্ছে বাংলাদেশসহ বিশ্বের ১৩০টি দেশে । যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া 'কনজ্যুমার ইলেকট্রনিক শো ২০১৬' -তে এই ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী রিড হেসটিং।
রিড হেসটিং তার ঘোষণায় বলেন, বিশ্বজুড়ে নেটফ্লিক্স চালু করায় যে কোনো গ্রাহক যে কোনো স্থান থেকে টিভি শো ও মুভি উপভোগ করতে পারবেন। এ বছরের শেষে হাই ডাইনামিক রেঞ্জ (এইচডিআর) মানের ভিডিও স্ট্রিমিং সেবাও চালু হবে ।
এক বিবৃতিতে নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩০টি দেশে নেটফ্লিক্স চালু হচ্ছে। কিন্তু চীন, উত্তর কোরিয়া, সিরিয়া ও ক্রিমিয়ার মতো কিছু দেশে আইনের বাধ্যবাধকতার কারণে তা চালু করা যাচ্ছে না। তবে ওই সব দেশে সেবাটি চালু করার চেষ্টা করা হবে।
এদিকে, বিশ্বজুড়ে ভিডিও স্ট্রিমিং সেবা চালুর ঘোষণা দেয়ায় নেটফ্লিক্সের শেয়ার ৯ শতাংশ বেড়েছে।
এখন যদি প্রশ্ন করেন যে কি কি দেখতে পাব তার জন্য দেখতে পারেন।
সব গুলি মুভির লিস্ট পাবেন এখানে
http://www.finder.com/bd/netflix-movies
সব গুলি জনপ্রিয় টিভি শো এর লিস্ট পাবেন এখানে
http://www.finder.com/bd/netflix-tv-shows
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
বাহাদুর বাপ্পী বলেছেন: মাসিক ৮ ডলার মিনিমাম। কাজে লাগলে ৮ না এর বেশি দিয়েও লোকে এখন সার্ভিস কিনে বলে আমি দেখেছি।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৪
রক্তিম দিগন্ত বলেছেন: ওয়াও! দারুন খবর। নেটফ্লিক্স সরাসরি ব্যবহার করতে পারলে আমাদেরই লাভ হবে। স্ট্রিম করলে ডাউনলোডের চেয়ে ডাটা কম খায়। এতে সুবিধা হবে - কারণ অনেক মুভি বা সিরিয়ালই আমরা একবার দেখেই ডিলিট করে ফেলি। এখন এইদিকে খরচটা বাঁচবে।
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২
বাহাদুর বাপ্পী বলেছেন: খুব ভাল একটা পয়েন্ট কিন্তু
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২২
হাবীব কাইউম বলেছেন: গুড। বাংলাদেশে কত পড়বে মান্থলি ফি? এই দেশের পাবলিক কি টাকা দিয়ে সার্ভিস নেবে?