![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সুখেন্দু বিশ্বাস। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। ছড়া ও কবিতা আমার খুবই পছন্দের বিষয়। আমার সব লেখা পাওয়া যাবে মেঘ বারতায়। www.meghbarota.wordpress.com
হৃদয়ে প্রেম আনলিমিটেড
লাইফটা তো ন্যানো,
ভালোবাসার এই আহ্বান
রিফিউস করিস কেন?
এক টেরাবাইট স্বপ্ন আছে
চোখের পাতা জুড়ে,
হারিয়ে যাব তোকে নিয়ে
আলোকবর্ষ দূরে।
কেউ পাবেনা খুঁজেও মোদের
বিং বা গুগুল সার্চে,
সবাই যেথা খুজবে, যাব
অনেক দূরে তারচে’ ।।
(০৪/০৯/২০১৪ইং)
মূল পোস্টটি এখানে
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩
সুখেন্দু বিশ্বাস বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ভাই মবীন। এই ব্লগে এটাই আমার প্রথম পোষ্ট, আর আপনার মন্তব্যই আমার পাওয়া প্রথম মন্তব্য।
আপনাকে শুভেচ্ছা।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৭
মামুন ইসলাম বলেছেন: ব্লগে স্বাগতম । শুভ ব্লগিং
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪
সুখেন্দু বিশ্বাস বলেছেন: আপনাকে পেয়ে খুশি হলাম ভাই মামুন।
শুভেচ্ছা সতত।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৪
জাফরুল মবীন বলেছেন: স্বাগতম।শুভ হোক ব্লগিং...