![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সুখেন্দু বিশ্বাস। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। ছড়া ও কবিতা আমার খুবই পছন্দের বিষয়। আমার সব লেখা পাওয়া যাবে মেঘ বারতায়। www.meghbarota.wordpress.com
ছুটির দিনে সকাল বেলা,
অফিস যাওয়ার নেই ঝামেলা,
গিন্নী কাজে তাই একেলা,
ঘুমিয়ে ছিলাম খাটটায়।
এমন সময় গিন্নী এসে,
ধাক্কা দিয়ে একটু হেসে,
ঘুমটা সাধের ভাঙ্গিয়ে শেষে,
উঠিয়ে দিল আটটায়।
বলল হাতের যা কিছু কাজ,
তাড়াতাড়ি গুছিয়ে আজ,
সকাল থেকে গড়িয়ে সাঁঝ,
ঘুরব মেলা মাঠটায়।
আজ্ঞে তবে মহারানী,
যা বলিবে তাহাই মানি,
বলেই মৃদু আঁচল টানি,
মুচকি হাসি ঠাট্টায়।।
(০৫/০২/২০১৪ইং)
মূল পোস্টটি এখানে
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬
সুখেন্দু বিশ্বাস বলেছেন: আপনাকে পেয়ে অনেক খুশি হলাম প্রিয় মইনুল ভাই। ভালো আছেন তো?
শুভেচ্ছা রইলো মইনুল ভাই।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫১
অন্ধবিন্দু বলেছেন:
আজ্ঞে তবে মহারানী !
হাহ হা। মজা পেলাম কথায় ও ছন্দে।
মুচকি হাসি ঠাট্টায় কাটুক জীবন আনন্দে ...
শুভ কামনা, সুখেন্দু বিশ্বাস।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭
সুখেন্দু বিশ্বাস বলেছেন: আপনার চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ অন্ধবিন্দু।
শুভেচ্ছা সতত।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সুখেন্দু বিশ্বাসের ট্রেডমার্ক ছন্দে.... চমৎকার একটি ছড়া।
সামুতে সুস্বাগতম, প্রিয় ছড়াকার, সুখেন্দু ভাই