নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘ বারতা ।। মেঘের ভেলায় মনের কথা। www.meghbarota.wordpress.com

মেঘ বারতা ।। www.meghbarota.wordpress.com

সুখেন্দু বিশ্বাস

আমি সুখেন্দু বিশ্বাস। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। ছড়া ও কবিতা আমার খুবই পছন্দের বিষয়। আমার সব লেখা পাওয়া যাবে মেঘ বারতায়। www.meghbarota.wordpress.com

সুখেন্দু বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

ধলাচানঃ এ ব্রোকেন হার্ট স্টোরি :((

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

শোন ধলাচান কাল থেকে আর

‘আই লাভ ইউ’ বলবনা।

হাতের ফাঁকে হাত গলিয়ে

লেকের পাড়ে চলব না।

এগার মাস প্রেম করেছি

চিনিস শুধু হাতির ঝিল,

পাত্তি ছাড়া পিরিত করিস

তোকে নিয়ে তো মুশকিল।

দশ টাকাতে বাদাম কিনে

প্রেম কি এত জমে রে,

আমাকে তুই কি ভেবেছিস

পেয়ে যাবি কমে রে।

পাশের বাড়ীর লাল্লু মিয়া

ফের দিয়েছে এস এম এস,

আমায় যদি না পায় তবে

এখন – তখন জটিল কেস।

বাবার আছে দুইটা দালান,

গাড়ী আছে গোটা চার।

ঠিক করেছি বাকী জীবন

তার সাথেই করব পার।

এইনা সেদিন বলেছিলি

ভালোবাসিস শর্ত হীন।

আমায় ছাড়া জীবনটা তোর

সাদা-কালো, অর্থহীন।

হঠাৎ কেন গোলাপি তুই

এমন কথা বলিস বল,

তুই যদি যাস, হাতির ঝিলেই

বিলিয়ে দেব চোখের জল।।



(৩১/০৩/২০১৪ইং)



মূল পোস্টটি এখানে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.