![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সুখেন্দু বিশ্বাস। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। ছড়া ও কবিতা আমার খুবই পছন্দের বিষয়। আমার সব লেখা পাওয়া যাবে মেঘ বারতায়। www.meghbarota.wordpress.com
হাতির শিশু ছোট্ট হাতি, বাঘের শিশু বাঘ,
গরুর শিশু বাছুর সেটা, ছাগের শিশু ছাগ।
বানর শিশু বানরই হয়, উটের শিশু উট,
জিরাফ শিশুর লম্বা গলা, বলছি না তো ঝুট।
চামচিকাদের শিশু সে তো নেহাতই চামচিকা,
সিংহ শিশু রাজা হবে ভীষণ অহমিকা।
মানব শিশুর শরীরে বয় মানব জাতির খুন,
স্বভাবতই থাকতে হবে মানবীয় গুণ।
স্বভাব হলে পশুর মতো, লজ্জা কোথায় রাখি?
মানুষ যদি না হয় মানুষ, জীবনখানাই ফাঁকি।।
০৮/০৪/২০১৫ খ্রিঃ
[ছবি ইন্টারনেট থেকে]
মূলঃ মেঘ বারতা
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৫
সুখেন্দু বিশ্বাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা সতত।
২| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০১
আনু মোল্লাহ বলেছেন: সুন্দর ও শিক্ষনীয়। ভাল লেগেছে
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৬
সুখেন্দু বিশ্বাস বলেছেন: অনুপ্রানিত হলাম ভাই আনু
অশেষ ধন্যবাদ আর
শুভকামনা রইলো।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৯
শায়মা বলেছেন: খুব সুন্দর!!!
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৫
সুখেন্দু বিশ্বাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে
শুভেচ্ছা অফুরান
৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১১
হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৫
সুখেন্দু বিশ্বাস বলেছেন: ধন্যবাদ আপনাকে
অনেক শুভেচ্ছা রইলো
৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১১
শুভ্র বিকেল বলেছেন:
স্বভাব হলে পশুর মতো, লজ্জা কোথায় রাখি?
মানুষ যদি না হয় মানুষ, জীবনখানাই ফাঁকি।।
অসাধারণ! অনেক অনেক ধন্যবাদ!
০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৩
সুখেন্দু বিশ্বাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।
শুভেচ্ছা নিরন্তর।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ উচ্চারণ সুখেন্দু দা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
স্বভাব হলে পশুর মতো, লজ্জা কোথায় রাখি?
মানুষ যদি না হয় মানুষ, জীবনখানাই ফাঁকি।।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৪
সুখেন্দু বিশ্বাস বলেছেন: পাশে পেয়ে পুলকিত হলাম দীপ দা।
অশেষ ধন্যবাদ আর
শুভকামনা রইলো।
৭| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৮
অর্বাচীন পথিক বলেছেন: একদম ঠিক কথা সুখেন্দু দা
-মানুষ যদি না হয় মানুষ, জীবনখানাই ফাঁকি
০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৫
সুখেন্দু বিশ্বাস বলেছেন: অনুপ্রানিত হলাম পথিক দিদি ভাই।
শুভেচ্ছা সবসময়।
৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৪
এ কে এম রেজাউল করিম বলেছেন:
মানব শিশুর শরীরে বয় মানব জাতির খুন,
স্বভাবতই থাকতে হবে মানবীয় গুণ ।
অসাধারন উপলব্ধি । অনেক ভালো লাগা রহিল ।
০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৬
সুখেন্দু বিশ্বাস বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইলো করিম ভাই
ভালো থাকুন সবসময়
৯| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৬
অন্ধবিন্দু বলেছেন:
সুখেন্দু, আমরা যা করছি তা’তে “স্বভাব হলে পশুর মতো” বলতে হচ্ছে ভালোই ছিলো ... হাহ হা। আর খুবই সত্য কথাটা বলেছেন-
মানুষ যদি না হয় মানুষ, জীবনখানাই ফাঁকি। আমাদের বোধোদয় হোক -কামনা করি। আপনাকে ধন্যবাদ।
০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৮
সুখেন্দু বিশ্বাস বলেছেন: অনেক গভীর মন্তব্য অন্ধবিন্দু। যথেষ্ট ভাবার অবকাশ রাখে।
শুভেচ্ছা রইলো। ভালো থাকুন সবসময়।
১০| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪০
প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া। ধন্যবাদ সুখেন্দু দা।
১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৪
সুখেন্দু বিশ্বাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক দা।
শুভেচ্ছা সবসময়।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০০
ফ্রস্ট বাইট বলেছেন: ++++