![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সুখেন্দু বিশ্বাস। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। ছড়া ও কবিতা আমার খুবই পছন্দের বিষয়। আমার সব লেখা পাওয়া যাবে মেঘ বারতায়। www.meghbarota.wordpress.com
একটি ভ্রমর পাখনা মেলে নাম না জানা ফুলে,
মৌমাছি এক মধুর খোঁজে পথ হারাল ভুলে।
বাবুই পাখি তালের পাতায় বুনছে বাসা নিজে,
কচুরি ফুল চোখ জুড়াল বৃষ্টি স্নানে ভিজে,
মেঘেরা ওই দল বেঁধেছে যেন বনের হাতি,
ধানের ক্ষেতে বাউল বাতাস করছে মাতামাতি,
আবীর রাঙা দিগন্তে যেই মুখ লুকাল রবি,
ক্লান্ত দিবস শান্ত হল, ঠিক যেন এক ছবি।
এক ফালি চাঁদ মেঘের ফাঁকে রাত্রি জেগে রয়,
সন্ধ্যা তারা চুপিচুপি কোন সে কথা কয়?
বসুন্ধরার এই যে শোভা, এই যে আয়োজন,
নাইবা যদি দেখল দু’চোখ নাই জুড়াল মন,
এমন জীবন কেমন জীবন, চলছে স্রোতের টানে,
বৃথাই জীবন, এই জীবনের নেই তো কোন মানে।।
১০/০৪/২০১৫ খ্রিঃ
[ছবি কামাল উদ্দিন ফটোগ্রাফি]
**মূল পোস্ট এখানে**
১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৪
সুখেন্দু বিশ্বাস বলেছেন: বেশ দেরি করেই ব্লগে এলাম হাসান ভাই। তাই প্রতি-উত্তরও দিতে দেরি হয়ে গেল।
অনেক অনেক শুভেচ্ছা রইল ভাই। শুভ নববর্ষ ১৪২২।
২| ১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩০
প্রেতরাজ বলেছেন: অসম্ভব ভাল লাগল।
১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৬
সুখেন্দু বিশ্বাস বলেছেন: প্রতি-উত্তর দিতে দেরি হয়ে গেল প্রেতরাজ। আন্তরিক ভাবে দুঃখিত।
অসেশ ধন্যবাদ। শুভ নববর্ষ ১৪২২। শুভেচ্ছা সতত।
৩| ১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৫
শামছুল ইসলাম বলেছেন: মেঘ-এর কবি, মেঘের বার্তা তো থাকবেই, সেই সাথে প্রকৃতি ও জীবনের কিছু গান, যা মন ছুঁয়ে গেছে!!!
১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৮
সুখেন্দু বিশ্বাস বলেছেন: অনুপ্রানিত হলাম আপনার সুন্দর মন্তব্যে।
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা রইল।
শুভ নববর্ষ ১৪২২।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১১
অন্ধবিন্দু বলেছেন:
মন জুড়িয়ে দিলেন, সুখেন্দু বিশ্বাস। স্রোতের টানে টিকে থাকা মুশকিল গো। কে জানে এমন জীবন সে কেমন জীবন ...
১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০১
সুখেন্দু বিশ্বাস বলেছেন: // স্রোতের টানে টিকে থাকা মুশকিল গো। কে জানে এমন জীবন সে কেমন জীবন ...//
হ্যাঁ, ব্যস্ত জীবন আমাদের। তাই স্রোতের টানে ভেসে চলছি সবাই। আমাদের জীবন আসলে কেমন জীবন, কে জানে?
সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
শুভ নববর্ষ ১৪২২।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । ভাল লেগেছে।
১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০২
সুখেন্দু বিশ্বাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইল ভাই। ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।