![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সুখেন্দু বিশ্বাস। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। ছড়া ও কবিতা আমার খুবই পছন্দের বিষয়। আমার সব লেখা পাওয়া যাবে মেঘ বারতায়। www.meghbarota.wordpress.com
কৃষ্ণচূড়ার শাখায় শাখায় আগুন রঙা ফুল,
বেগুনী রঙ শাড়ির ভাঁজে রূপসী জারুল।
রাধাচূড়া বলল ডেকে, কম কিছু নই মোটে,
আমার ছোঁয়ায় দিগন্ত আজ হলদে হয়ে ওঠে।
বরুণ ফুলের পাপড়ি যেন প্রজাপতির ডানা,
লাল বিনুনি হিজল ফুলের দুলাতে নেই মানা।
সোনালু আজ স্বর্ণময়ী ঝুলছে বনের কোণে,
সোনায় মোড়া ঝাড়বাতি এক ভাবছি মনে মনে।
রঙের নেশায় মাতাল হল ঘরছাড়া মৌমাছি,
খুব বেশি নয়, একটু চাওয়া- বসব কাছাকাছি।।
২৫/০৪/২০১৫ খ্রিঃ
[ছবি ইন্টারনেট থেকে]
** মূল পোস্টটি এখানে **
২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৫
সুখেন্দু বিশ্বাস বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইলো
২| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০২
অর্বাচীন পথিক বলেছেন: বরুণ ফুলের পাপড়ি যেন প্রজাপতির ডানা,
লাল বিনুনি হিজল ফুলের দুলাতে নেই মানা
ভাল লেগেছে আমার কাছে সুখেন্দু দা
১১ ই মে, ২০১৫ দুপুর ১:১৩
সুখেন্দু বিশ্বাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে দিদিমণি
শুভেচ্ছা নিরন্তর।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগা দারুণ সব ফুলের সমাহারে!
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন সুখেন্দু দা।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১১ ই মে, ২০১৫ দুপুর ১:১৪
সুখেন্দু বিশ্বাস বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ দীপ দা।
শুভেচ্ছা সবসময়।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
ভালো