| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখেন্দু বিশ্বাস
আমি সুখেন্দু বিশ্বাস। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। ছড়া ও কবিতা আমার খুবই পছন্দের বিষয়। আমার সব লেখা পাওয়া যাবে মেঘ বারতায়। www.meghbarota.wordpress.com

সবকিছু তুই উল্টা বুঝিস
সবকিছুই উল্টা,
ডালপালা তোর নজর কাড়ে,
তুচ্ছ করিস মুলটা।
কৃষ্ণচূড়ার লাল চেয়েছি
চাইনি তো জারুলটা,
ঘুমের সময় খাট না দিয়ে
বাড়িয়ে দিলি টুলটা।
মাছরাঙা চাই নীল পালকের
আনলি রে বুলবুলটা,
ইচ্ছে করে রাগের মাথায়
ছিঁড়ি মাথার চুলটা।
কাজের সময় পাইনা তোকে
সার্চ করে গুগুলটা,
বলার গলদ নাকি বোঝার,
বুঝিনা কার ভুলটা।।
১৩/০৫/২০১৫ খ্রিঃ
[ছবি ইন্টারনেট থেকে]
মূল পোস্ট এখানেঃ উল্টা পাল্টা @ মেঘ বারতা
২৭ শে মে, ২০১৫ বিকাল ৩:১৩
সুখেন্দু বিশ্বাস বলেছেন: সব কিছুই যখন উল্টা পাল্টা, তখন ভুলটাও তো উল্টা হবার কথা।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা নিরন্তর।
২|
২৫ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৯
দীপান্বিতা বলেছেন: ভাল ...![]()
২৭ শে মে, ২০১৫ বিকাল ৩:১৪
সুখেন্দু বিশ্বাস বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রানিত হলাম।
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা সবসময়।
৩|
২২ শে জুন, ২০১৫ রাত ৮:০০
জামাল হোসেন (সেলিম) বলেছেন: শুখেন্দু দা, অনেক দেরীতে হলেও আজ পড়লাম। ভালো লাগা জানিয়ে গেলাম।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৫ রাত ৩:৪৭
অন্ধবিন্দু বলেছেন: ভুলটাও উল্টা পাল্টা ? সেরেছে তবে ...