![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার মাঝে আমি একা তবুও আছি সবার মাঝে। থাকতে চাই.. এইতো. আর কিছু না.. এইটুকুই।
সম্পর্ক......
এইটা কি?????
ইচ্ছা সত্বেও কাছে আসতে না পারা,
অনিচ্ছা সত্বেও দুরে চলে যাওয়া।
সূর্যের আলোতে আলোকিত চন্দ্র
বলতে পারেন ওদের কি সম্পর্ক?
বুকের কষ্টগুলো জমতে জমতে
একবিন্দু জল জমে আকাশের বুকে,
আবার কিসের আশায় ঝরে পড়ে
এই ধরণীর বুকে.
বলতে পারেন ওদের কি সম্পর্ক?
এতে কি পূরণ হয়?
না হয় না...
স্বপ্ন যেখানে ঝাপসা,
সেখানে কেন সম্পর্ক-কে
সূতা-য় বাধার
বৃথা চেষ্টা............
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
bappyalmamun বলেছেন: তারে একন কুই পাই ক তো..
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
তারছেড়া লিমন বলেছেন: এইটা যগেনের মেয়েই কতি পারবে রে ..............