নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আব্দুল্লাহ আল মামুন

আমার ঘরখানায়-কে বিরাজ করে....

bappyalmamun

সবার মাঝে আমি একা তবুও আছি সবার মাঝে। থাকতে চাই.. এইতো. আর কিছু না.. এইটুকুই।

bappyalmamun › বিস্তারিত পোস্টঃ

হযরত মোহাম্মদ (সঃ) আসলেই কী নুরের নবী??

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৪

আপনাদের সাহায্য প্রয়োজন-- খুবই গুরুত্বপূর্ণ

আজ দুইজনের রীতিমত তর্কতো দুরের কথা তার চেয়েও বেশী।

মাঝ খানে আমি চরম বিপাকে। অভিজ্ঞজনদের সাহায্য প্রার্থনা করছি।



আমাদের নবী হযরত (সঃ) কে নিয়ে বিষয় ঘটেছে। একজন তাকে নূরের নবী বলছে অন্যজন মানতে নারাজ। দুজন দুজনের মত যুক্তি উপস্থাপন করছে। তাতে বিষয়টা আসলেই জটিল বলে মনে হয়েছে আমার কাছে।



তাই আপনাদের সাহায্য কামণা করছি। সঠিক তথ্য উপস্থাপন করলে উপকৃত হবো।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৯

খাটাস বলেছেন: তেমন কিছু জানি না। তবে সুফিবাদে বলা হয় নবিজি নুরের তৈরি ছিলেন। আপনার দুই বন্ধুর একজন সুফিবাদে বিশ্বাসী মানে পীর পুজায় বিশ্বাসী বলে ধারনা। সাধারন ভাবে ইসলামের যেসব প্রশ্নের উত্তর দেয়া যায় না, তা সুফিজমে বা সুফিবাদে দেয়া যায়। কারন সুফিবাদ মানে শয়তানের পুজা, তারা ও মানে। কারন তাদের কাছে স্রস্থা আর সয়তান এক ( নাউজুবিল্লাহ)। ওই তর্ক স্কিপ করেন।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৩

bappyalmamun বলেছেন: তর্ক স্কিপ করলাম, কিন্তু সঠিকটাও তো জানার প্রয়োজন ভাইজান...

২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩১

ফুরব বলেছেন: নবী মোহাম্মদ সঃ স্বাভাবিক নিয়মে মায়ের পেটে জন্মেছেন মানুষ হিসাবে অন্য ১০ টা মানুষের মত।

নুরের বলতে এখানে তার জ্ঞান কে বুঝানো হয়েছে। তার শরীর কে নয়।

মাথা মোটা মানুষেরা অযথাই তর্ক করে অনুমানের উপর ভিত্তি করে।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

bappyalmamun বলেছেন: ওইজন্যই তো আপনাদের শরণাপন্ন হইলাম। একখান দলিলের জন্য।

৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪১

নতুন বলেছেন: সাধারন ভাবে যদি দেখেন তবে নবীকে নুরের বলার কোন অথ` হয়না....

সুরা কাহাফ এ -১১০ আয়াতে বলা আছে....

আয়াত-১১০:- "" বল , আমি তো তোমাদের মতন একজন মানুষই, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। সুতরাং তাহার প্রতিপালকের সাক্ষাত কামনা করে, সে যেন সতকম` করে ও তাহার প্রতিপালকের ইবাদতে কাহাকেও শরীক না করে""

http://www.quran.gov.bd/quran/bengaliT/18/18-110.png

Quran says:
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوحَىٰ إِلَيَّ أَنَّمَا إِلَـٰهُكُمْ إِلَـٰهٌ وَاحِدٌ ۖ فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا ﴿١١٠﴾
Meaning English translation:
{ Say, "I am only a man like you, to whom has been revealed that your god is one God. So whoever would hope for the meeting with his Lord - let him do righteous work and not associate in the worship of his Lord anyone." (110)}
[Quran, chapter 18, verse 110]

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৩

bappyalmamun বলেছেন: ধন্যবাদ তথ্য প্রদানের জন্য।

৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:০০

খাটাস বলেছেন: আপনার বন্ধু কি পীর পুজায় বিশ্বাসী?

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:১১

bappyalmamun বলেছেন: যিনি নুরের তৈরী বলছেন উনি এক পীরের ভক্ত।

৫| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৮

দার্শনিক বলেছেন: নূর বিষয়টিকে আক্ষরিক অর্থে নেওয়া উচিৎ হবে না। রাসূল (স) যেমন একজন কাদামাটির মানুষ সত্য, তেমনি এও সত্য যে তিনি একজন আলোকিত নূর। বিষয়টি আপেক্ষিক, আল্লাহর সৃষ্টি হিসেবে, রাসূল (স) আর দশজন সাধারণ মানুষের মতই কাদামাটির তৈরী। যেমন সূরা সাদ এ এসেছে "এবং তারা বিস্মিত হয় যে তাদের নিকট তাদেরই মধ্য হতে একজন সতর্ককারী এসেছে"

তবে যেহেতু তিনি সকল মানবের রোল মডেল, তাই আমরা অধম বান্দারা রাসূল(স) কে সবসময় আমাদের সমান্তরালে চিন্তা করতে পারি না। বিবেক তাতে বাধা দেয়। কারণ হযরত মুহাম্মদ (স) ছিলেন নি:ষ্পাক এক সত্তার নাম। একারণেই তিনি(স) খোদাতালার নূরে নূরান্বিত হয়েছেন এবং তাঁর উপর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ শরীয়ত অবর্তীর্ণ হয়েছে, তিনি পেয়েছেন খাতামান্নাবীয়িনের মর্যাদা।

দুটি ট্রামকে গুণবাচক অর্থে গ্রহণ করলে কোন বিতর্কের অবকাশ থাকে না। কাদামাটির গুণ হচ্ছে, তা যে কোন আকৃতি গ্রহণ করতে সক্ষম। কাদামাটি দিয়ে যেমন বাচ্চাদের জন্য নিছক খেলার পুতুল তৈরী করা সম্ভব, তেমনি এই একই কাদামাটি দিয়ে উপাসনার প্রতিমাও তৈরী সম্ভব। অর্থাৎ কাদামাটির গুণ হচ্ছে তা ভাল ও মন্দ উভয়ই গ্রহণ করার সামর্থ রাখে। মানুষের সত্তাও এই কাদামাটির অনুরূপ, কারণ মানুষও ভাল-মন্দ উভয়ই গ্রহণ করার সামর্থ রাখে। জীবনে মন্দকে প্রধান্য দেয়ার অর্থ অন্ধকারে দিকে ধাবিত হওয়া আর ভাল কে প্রাধান্য দেয়ার অর্থ নূরের দিকে ধাবিত হওয়া।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৬

bappyalmamun বলেছেন: আপনার লেখাটা এ বিষয়ে অনেকটা সাহায্য করে সঠিক সিদ্ধান্ত নিতে।

৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:২১

দার্শনিক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
একটি ভুল চোখে পড়ল, "নি:ষ্পাপ"লিখতে গিয়ে ভুলে লিখেছি "নি:ষ্পাক", এই অনভীপ্রেত ভুলের জন্য ক্ষমা চাচ্ছি।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৬

bappyalmamun বলেছেন: বিষয় না ভাই। অর্থ ভাব ঠিক থাকলেই হলো... :)

৭| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩২

তারছেড়া লিমন বলেছেন: গ্যালারীতে বইলাম জ্ঞান আহরনের আশায়..............

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

bappyalmamun বলেছেন: আমিও আছিরে পাগল। খুব গুরুত্বপূর্ণ বিষয়।

৮| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:১৫

খাটাস বলেছেন: দার্শনিক ভাই মনে হয় তর্ক যিনি করতেছেন, তার কথা বোঝেন নাই। পীর ভক্ত আপনার বন্ধুর বিশ্বাস টা শুনলে সম্ভবত আপনি যদি ধর্ম নিয়ে খুব বেশি সেন্সেতিভ হন, তাহলে তার কথা আর শুনতে চাইবেন না। আপনার বন্ধু রে জিজ্ঞাসা করেন, নবিজি আসলে কে? আর তার পীর বাবা কে? তাদের মধ্যে সম্পর্ক কি? উত্তর টা শুনে সহ্য ক্ষমতা থাকলে সহ্য করে টপিক বাদ দেন, জ্ঞানের অপ ব্যাখ্যা সব সময় জানা ঠিক না। আর মেজাজ খারাপ হলে ওই বন্ধু কে কশে একটা লাথি দিয়ে বের করে দেন, তবে উত্তর টা শোনার পর।
সুফিবাদ নিয়া মোটামুটি পরিস্কার ধারনা আছে আমার। তাই উত্তর কি হবে, আর রি আক্সান কি হবে - তা বলে দিলাম।
ভাল থাকবেন।

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮

bappyalmamun বলেছেন: ধন্যবাদ

৯| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ২:০০

মোঃ ইয়াহিয়া বারী বলেছেন: ভাই আমি ও আগে জানতাম আমাদের রাসুল(সা) উনি নুরের তৈরি।আমার ছোট বনের সাথে এইটা নিয়ে অনেক তর্ক হল আজ ।বোন বলল রাসুল(সা) আসলে মাটির তৈরি ।বোন অনেক হাদিস এবং কুরআনের আয়াত দিয়ে আমাক এইটা বুজায় দিছে।তাও আমি কাল একজন মুফতির সাথে এইটা নিয়ে জানার চেষ্টা করব। আপনি বুখারি হাদিস দেক্লে বুজতে পারবেন ।পরে আপনাকে বিস্তারিত জানাব।

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩০

bappyalmamun বলেছেন: জানাবেন দয়া করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.