নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আব্দুল্লাহ আল মামুন

আমার ঘরখানায়-কে বিরাজ করে....

bappyalmamun

সবার মাঝে আমি একা তবুও আছি সবার মাঝে। থাকতে চাই.. এইতো. আর কিছু না.. এইটুকুই।

bappyalmamun › বিস্তারিত পোস্টঃ

ভন্ড ফতোয়া বাজদের কাছে প্রশ্ন......... ?

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৯

নববর্ষের বিরুদ্ধে বহু ওলামায়ে দ্বীন ও বুজুর্গ ব্যাক্তিরা পোষ্ট দিচ্ছেন কেউ বিদাআত বা কেউ হারাম বলে।



কেউ কেউ ছবি দিচ্ছে মুখোশ বা সাজ সজ্জা নাকী হিন্দুয়ানী সভ্যতা।



তাহলে মসজিদের মিনারে চাঁদ-তাঁরার প্রতীক ব্যাবহার করা জায়েজ নাকি অন্যকিছু.. ???



ধর্ম এর মাথায় বিদআত নিয়ে ঘুরে বেড়াচ্ছে হুজুরের চামচা রা।

আর নিজের সভ্যতার গায়ে কালী মাখাতে এসেছে ভন্ডের দল।

নববর্ষ নিয়ে পরে লিখেন আগে আমার প্রশ্নের উত্তর দেন।



শুভ নববর্ষ

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৩

***মহারাজ*** বলেছেন: শুভ নববর্ষ

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৬

bappyalmamun বলেছেন: শুভ নববর্ষ

২| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: বাংলা নববর্ষ নিয়ে ইসলামে কোন বিধি নিষেধ কোন দলিলে কেউ দেখাতে পারবেনা । সব দিনই আল্লাহর সৃষ্টি ।এবং সব হালাল খাবার ইসলাম জায়েজ করেছে । এবং সব হালাল ব্যাবসা ইসলাম সমর্থন করে ।
তাহলে বাধা কোথায় । কেহ কি ঐদিন মদ গাজা খায় নাকি নেংটু হয়ে নাছে ।
আর রঙ করা বা ডিজাইন করা এটা একটা শিল্প । বরং হিংস্র জন্তুর ছবি আঁকা নিষেধ । সেটা তো কেউ ঐদিন আকেনা ।
দুনিয়ায় কত অবৈধ কাজ আজ প্রকাশ্য চলে যিনা ব্যাবিচার খুন ঘুষদুর্নীতি ছিনতাই কই এসেবের বিরুদ্ধে কেউ ফতুয়া দেয়না ।ফতুয়া শুধু উৎসবের বেলায় । যাক নববর্ষের শুভেচ্ছা ।

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৮

bappyalmamun বলেছেন: ঘরে বইয়া থাকেন পারলে আফনেও বোরকা পরেন। নইলে আফনের ধর্ম থাকবো নাহ। ইহা সম্লীত ফতোয়া। পুরুষেগের বোরকা নীতি আইতেছে অপেক্ষা করেন।

শুভ নববর্ষ।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৪

নতুন বলেছেন: শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১০

bappyalmamun বলেছেন: শুভ নববর্ষ

৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৬

শাশ্বত স্বপন বলেছেন: দুনিয়ায় কত অবৈধ কাজ আজ প্রকাশ্য চলে যিনা ব্যাবিচার খুন ঘুষদুর্নীতি ছিনতাই কই এসেবের বিরুদ্ধে কেউ ফতুয়া দেয়না ।ফতুয়া শুধু উৎসবের বেলায়

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১১

bappyalmamun বলেছেন: শুভ নববর্ষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.