![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনও কি ভেবে দেখেছেন আমরা, আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করছি তার প্রায় সবকিছুই কিন্তু অপরের আবিষ্কার। আমি আবিষ্কার বলতে প্রথম আইডিয়া যার মাথা থেকে প্রথম এসেছিল তা বোঝাতে চাচ্ছি।
টিভি, ফ্রিজ, লাইট, কারেন্ট, আইপিএস, জেনারেটর, ভিডিও গেমস, কমন্পিউটার, জীবন রক্ষাকারীঔষধ, ভ্যাকসিন, বা মাথা ব্যাথ্যা কমানোর ট্যাবলেট-প্যারাসিটামল, খাতা, পেন্সিল, কলম, বল-পয়েন্ট, সার্পনার, রাবার, হেডফোন, ঘরি, গাড়ী, হোন্ডা, বাইসাইকেল, রিকশা, ইন্টারনেট, ব্লগ, এমনকি হালের ফেসবুক সেটার আইডিয়াও কিন্তু আমাদের মাথা থেকে আসে নাই। তাহলে কি আমরা বোকা নাকি আমাদের চিন্তা করার ক্ষমতা নাই।
কেন আমরা পিছিয়ে আছি আরও অন্যান্য দেশের মানুষ থেকে। আমরা মানলাম আমাদের গবেষণা করার মত পর্যাপ্ত অর্থ নাই, কিন্তু চিন্তা-ভাবনা করার জন্যেত অর্থের প্রয়োজন নাই।
গতকাল যারা এসএসসিতে উত্তীর্ন হলেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আর যারা কোন কারনে উত্তীর্ন বা আশানুরুপ ফলাফল লাভ করতে পারেন নাই, তাদেরকেও অভিনন্দন, কারণ আপনারা চেষ্টা করেছেন এবং পরীক্ষাও দিয়েছিলেন সাহস করে সেজন্য। আপনারা আগামীতে আরও ভাল করবেন এই কামনা করছি। আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি পরবর্তী ধাপেও যাতে এর থেকেও ভাল সাফল্য আপনারা লাভ করতে পারেন।
আর একটা অনুরোধ, মনের মধ্যে সবসময় নতুন কিছু একটা করার জন্য বা নতুন কিছু জানার জন্য আগ্রহ সৃষ্টি করতে চেষ্টা করুন। আপনার চারিদিকে তাকান, প্রকৃতি থেকে শিক্ষা নেন, অথবা কোন একটা পাখিকে দেখেও ভাবতে চেষ্টা করুন সে কি মেকানিজমনে উড়ছে? একটা পিপড়া কি করে তার শরীরের দশগুন বেশি ভার বহন করতে পারছে? আপনার হাত বা পা কেটে গেলে কেন এন্টিসেপটিক দিতে হচ্ছে? এন্টিসেপটিক না দিলে কেন ইনফেকশন হয়ে যাচ্ছে? একটা বিছে থেকে কি করে এবং কেন প্রজাপতি হচ্ছে?
আপনার মনের মাঝে আরও বেশি বেশি করে "কেন" এর উত্তর জানার চেষ্টা করুন, নিজে নিজেই ভাবুন কি করে কোন সমস্যায় পরলে আপনি কি সমাধান করতেন, কিভাবে করতেন। হাতের কাছে সবসময় একটা কলম/পেনসিল আর একটা ছোট নোটবুক রাখুন, যা ভাবছেন লিখে ফেলুন, সেটা যত অস্বাভাবিক চিন্তা হবে ধরে নিন সেটাই ততধিক জনপ্রিয় আর যুগোপযোগী আবিষ্কার হবে।
লিওনার্ডো দ্যা ভিঞ্ঝি যখন তার আকার খাতায় হেলিকপ্টারের মডেল একেছিলেন, তখন কিন্তু তার সময়ের লোকজন সেটা চিন্তাও করতে পারেন নাই একদিন সত্যি সত্যি মানুষ হেলিক্প্টার বানাবে।
তাই বেশি বেশি করে চিন্তা করুন, ভাবুন আর সেটা ডিসকাস করুন।
আমি বিশ্বাস করি আপনার মাঝেই লুকিয়ে আছে সেই মানুষ, যাকে কিনা ২০১৫ সালেই সারা পৃথিবীর মানুষ একনামে চিনবে, আর বলবে উনি বাংলাদেশের সন্তান, আর তখন আমাদের বুক গর্বে ভরে উঠবে।
আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
২৭ শে জুন, ২০০৮ বিকাল ৩:১৪
বাপ্পী... বলেছেন: আমার জানামতে আমরা যা কিছু ব্যবহার করছি তার বেশির ভাগেরই আবিষ্কার করেছেন যারা কোরান পরেন না তারা।
২| ২৭ শে জুন, ২০০৮ বিকাল ৩:১০
বাপ্পী... বলেছেন: বিশ্বের কোথায় কে কি আবিষ্কার করল তার মোটামুটি একটা ধারণা পাবেন এখান থেকে http://www.freepatentsonline.com/
৩| ২৭ শে জুন, ২০০৮ বিকাল ৩:১৬
র্যাভেন বলেছেন:
বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম? ইডা আবার কিডা?
২৭ শে জুন, ২০০৮ বিকাল ৩:২৮
বাপ্পী... বলেছেন: http://arts.bdnews24.com/?p=346
একজন ক্ষ্যাতিমান বাংলদেশী বিজ্ঞানী ও গনিতবিদ
৪| ২৭ শে জুন, ২০০৮ বিকাল ৩:২১
নুরুন্নবী হাছিব বলেছেন: বিজ্ঞান ছাড়া যেহেতু মোটামুটি আবিষ্কার সম্ভব নয়....আর আমাদের বিজ্ঞানের ছাত্রও কম....এ কারনেই মনে হয়....
২৭ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩০
বাপ্পী... বলেছেন: আমার কিন্তু তা মনে হয় না।
আমাদের চিন্তা না করার দৈন্যতাটাই মূল কারন বলেই আমি মনে করি।
৫| ২৭ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩২
আদনান শামীম বলেছেন: "আপনার চারিদিকে তাকান, প্রকৃতি থেকে শিক্ষা নেন" - আমিও প্রকৃতি থেকে শিক্ষা নেয়ার চেস্টা করেছি। এবং সেটা বইয়ের চেয়ে ঢের কাজের।
"এমনকি হালের ফেসবুক সেটার আইডিয়াও কিন্তু আমাদের মাথা থেকে আসে নাই।"
কিন্তু পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের উদ্যোক্তাদের মধ্যে একজন বাঙালি ছিলেন।
আমিও কিন্তু ভাই একটা সাইট বানিয়েছি, যেটা নেক্সট জেনারেশনকে টার্গেট করে তৈরি করা হয়েছে।
Click This Link
আমি আশাবাদী বাংলাদেশ এগিয়ে যাবে। আজ হোক কাল হোক।
সকল পরীক্ষার্থীকে অভিনন্দন!
২৭ শে জুন, ২০০৮ রাত ৮:৩৩
বাপ্পী... বলেছেন: সেটাই প্রকৃতি এবং জীবজগৎ থেকে শেখার এবং জানার আছে অনেক কিছু
অবশ্যই ইউটিউবের জাওয়াদ করিমের জন্য আমরা গর্বিত আবার একই সাথে নাফিস বিন জাফরের অস্কার প্রাপ্তির জন্যও আমরা গর্বিত। আমিত মনে করি এরকম লক্ষ কোটি জাওয়াদ করিম বা নাফিস বিন জাফর আমাদের আশে পাশেই বিদ্যমান। তারা একটু চেষ্টা করলেই অনেক কিছুই আবিস্কার করতে পারেন।
আপনার সাইটটি দেখিনি কিন্তু ব্লগটা পরলাম। ভাল এবং ইউনিক আইডিয়া। শুভ কামনা রইল আপনার উদ্যোগের জন্য।
অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাবে। আমিত মনে করি আজকের অবস্থানে আসতে উন্নত বিশ্বের যত সময় লেগেছে তার চেয়ে অনেক কম সময়েই বাংলাদেশ উন্নত বিশ্বকেও ছাড়িয়ে যাবে।
৬| ২৭ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩৩
অদ্ভূত একজন বলেছেন: আপাতত ভর্তি কোথায় হওয়া যায় সেই চিন্তাই করা উচিৎ। যা অবস্হা তাতে জিপিএ ৫,০ এর কোনই বেইল নাই
২৭ শে জুন, ২০০৮ রাত ৮:৩৩
বাপ্পী... বলেছেন: শুভকামনা রইল আপনার জন্য
৭| ২৭ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩২
হাসান মইখল বলেছেন: "টিভি, ফ্রিজ, লাইট, কারেন্ট, আইপিএস, জেনারেটর, ভিডিও গেমস, কমন্পিউটার"
ভাইজান "কারেন্ট" জিনিশ টা কি? একটু বুঝাইয়া কইবেন?
@র্যাভেন, আপনি "জামাল নজরুল ইসলামে"র নাম শুনেন নাই?স্ট্রেঞ্জ!
২৭ শে জুন, ২০০৮ রাত ৮:১৬
বাপ্পী... বলেছেন: কারেন্ট বলতে বিদ্যুত (ইলেকট্রিসিটি) বোঝাতে চেয়েছিলাম
৮| ২৭ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫১
নতুন বলেছেন: ২৭ শে জুন, ২০০৮ বিকাল ৩:০৬ মেন্টাল বলেছেন: আমরা ইসলামের পথ থেকে সরে এসেছি এই কারণে এই অবস্থা। আপনি নিশ্চয়ই জানেন না যে পৃথিবীর সকল আবিস্কার এসেছে কুরআন হতে। কুরআনের পথে ফিরে গেলেই আমরা সব আবিষ্কার করতে পারতাম।
কেন ভাই মিথ্যা কথা বলেন???? কুরাআন হতে কোন কোন আবিম্কার টা হয়েছে ... তার একটা উদাহরন দেন?? প্লিজ//
২৭ শে জুন, ২০০৮ রাত ৮:৩৬
বাপ্পী... বলেছেন: আমার জানামতে পৃথিবীর কোন ধর্মগ্রন্থ থেকেই কোন কিছু আবিস্কার হয় নি।
৯| ১৪ ই জুলাই, ২০০৮ সকাল ১০:০৪
বিবর্তনবাদী বলেছেন: খুব সুন্দর লিখলেন। অনেকগুলো +++++++++
১৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:২৫
বাপ্পী... বলেছেন: ধন্যবাদ
১০| ১৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৩
সোনার বাংলা বলেছেন:
খুব ভালো লিখেছেন।+
তয় কোরআনে থেকে কিছু আবিস্কার হোক বা নাহোক তবে মেন্টাল এবং র্যাভেনদের জন্য সা.ইনে এলার্জি আবিস্কার হইচে
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০০৮ বিকাল ৩:০৬
মেন্টাল বলেছেন: আমরা ইসলামের পথ থেকে সরে এসেছি এই কারণে এই অবস্থা। আপনি নিশ্চয়ই জানেন না যে পৃথিবীর সকল আবিস্কার এসেছে কুরআন হতে। কুরআনের পথে ফিরে গেলেই আমরা সব আবিষ্কার করতে পারতাম।