নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এডিট করুন

এডিট করুন

রাজ মো, আশরাফুল হক বারামদী

আবার আসিয়াছি ফিরে, সাইকোপ্যাথদের ভীড়ে, এই সামুতে।আমার ব্লগটা মূলত একটা আজাইরা ব্লগ। নানা বিষয়ে এইখানে যেইসব কথা আমি আমি বলি তাতে আমার নিজেরই খুব একটা আস্থা নাই। কারন আমার বুদ্ধিমত্তা নিয়া আমার নিজেরই অনেক সন্দেহ আছে। তাই আমার কথাবার্তা সঠিক বলে মনে না করলেই ভাল করবেন। আর আমি যা লিখি তা একবসায় লিখি। কোন দীর্ঘ চিন্তাভাবনা বা বিশ্লেষন করে আমি লিখি না। আমার প্রবৃত্তি বিভিন্ন ঘটনায় যেভাবে সাড়া দেয় তাই আমার লেখার ভিত্তি। আমি একটা প্রাণী। মানুষ গোত্রের অন্তর্ভুক্ত। অন্যান্য গোত্রের প্রাণীর থেকে আমার পার্থক্য কেবল কিছুটা বেশী গাণিতিক দক্ষতা। এইটুকু বাদে আমি অন্যান্য গরু ছাগলের মতই খাই, ঘুমাই, প্রাকৃতিক কাজ সম্পাদন করি। আমি একটা গরু বা হরিণ বা কুমীর বা সামুদ্রিক অক্টোপাসকে যে পরিমান সম্মান করি, নিজেকেও ঠিক একই পরিমান সম্মান করি। কেউ বুদ্ধিমত্তায়, কেউ শারিরীক দক্ষতায়, কেউ টিকে থাকার ক্ষমতায় এগিয়ে। মানুষ, মানুষ বলে গর্ব করার কিছু নাই। সকলেই প্রবৃত্তির দ্বারা তাড়িত।আমার ব্লগটা মূলত একটা আজাইরা ব্লগ। নানা বিষয়ে এইখানে যেইসব কথা আমি আমি বলি তাতে আমার নিজেরই খুব একটা আস্থা নাই। কারন আমার বুদ্ধিমত্তা নিয়া আমার নিজেরই অনেক সন্দেহ আছে। তাই আমার কথাবার্তা সঠিক বলে মনে না করলেই ভাল করবেন। আর আমি যা লিখি তা একবসায় লিখি। কোন দীর্ঘ চিন্তাভাবনা বা বিশ্লেষন করে আমি লিখি না। আমার প্রবৃত্তি বিভিন্ন ঘটনায় যেভাবে সাড়া দেয় তাই আমার লেখার ভিত্তি। আমি একটা প্রাণী। মানুষ গোত্রের অন্তর্ভুক্ত। অন্যান্য গোত্রের প্রাণীর থেকে আমার পার্থক্য কেবল কিছুটা বেশী গাণিতিক দক্ষতা। এইটুকু বাদে আমি অন্যান্য গরু ছাগলের মতই খাই, ঘুমাই, প্রাকৃতিক কাজ সম্পাদন করি। আমি একটা গরু বা হরিণ বা কুমীর বা সামুদ্রিক অক্টোপাসকে যে পরিমান সম্মান করি, নিজেকেও ঠিক একই পরিমান সম্মান করি। কেউ বুদ্ধিমত্তায়, কেউ শারিরীক দক্ষতায়, কেউ টিকে থাকার ক্ষমতায় এগিয়ে। মানুষ, মানুষ বলে গর্ব করার কিছু নাই। সকলেই প্রবৃত্তির দ্বারা তাড়িত।

রাজ মো, আশরাফুল হক বারামদী › বিস্তারিত পোস্টঃ

আরাব, মোরগ আর খ্রীষ্টান দেশ

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:০২

কিছুদিন আগে আমি, আমার দোস্ত মুহাম্মাদ আর সাশা সারারাত গল্প করলাম বারান্দায় বইসা কেক্কুক, বিড়ি খাইতে খাইতে। অনেক হাসি, তামাশা, কৌতুক হইল। মুহাম্মাদ কইল জুকটা।



এক আরাব ইউরোপ যাইতাছে। খ্রীষ্টান দেশ। আজান দেয় না। ফজরের নামাজের সময় ঘুম ভাঙ্গা নিয়া সমস্যা। তাই আরাবে এলার্ম ঘড়ি হিসাবে একটা মোরগ নিয়া প্লেনে উঠল। ফজরের নামাজের সময় মোরগটা কুক্কু কইরা ডাইকা দিব আর তাতে তার ঘুম ভাঙ্গব। নামাজ পড়ার সুবিধা। তা আরাবে গেল খ্রীষ্টান দেশে। মোরগ গেল তার লগে। প্রথম দিন সকালে মোরগের ডাক শুইনা ঘুম ভাঙ্গল আরাবের। যথারীতি সে নামাজ আদায় করল। পরেরদিনও তার ঘুম ভাঙ্গল মোরগের ডাক শুইনা। এইবারও তার নামাজের টাইমে ঘুম ভাঙ্গা নিয়া কোন সমস্যা হইল না। ভেজাল লাগল তার পরের দিন। আরবের ঘুম আর ভাঙ্গে না। আরাব ঘুম থিকা উঠল অনেক বেলা কইরা। নামাজের টাইম গেছেগা। আরাব তো চিন্তায় পইড়া গেল। ব্যাপার কি মোরগ আজকে ডাকে নাই কেন? আরাবে মোরগটারে রাখছিল বারান্দায়। দরজা খুইলা বারান্দায় গিয়া দেখে মোরগে ডানা দিয়া বুকে ক্রুশ আকতাছে।

মন্তব্য ৬০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:০৯

পাথুরে বলেছেন: মুরগায় এমনে পল্টি মারল???

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:১৫

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: বাড়ীর কাছে মনে হয় গীর্জা আছিল। আর কোন খ্রীষ্টান রুপবতী মুরগি মুরগারে নসিহত করছে এই সম্ভাবনাও উড়াইয়া দেওয়া যায় না।

২| ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:১৩

মানুষ আমি আমার কেন পাখির মত মন? বলেছেন: নগদে পল্টি খাযা গেল....?

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:১৫

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: পুরাই ডিগবাজী। হে হে।

৩| ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:১৮

মার্ক জুবাবের বলেছেন: মুর্গারে মাইনাচ...

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:২০

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: হায় হায় করলেন কি?

৪| ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:২২

শয়তান বলেছেন: ঐদিন নিশ্চই মোরগের তরকারি রান্না হৈসিল :)

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৩০

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: নাহ। মোরগটারে রক্ষা করতে মুরগী তার বাহিনী নিয়া সম্মিলিত আক্রমণ চালাইয়া মোরগটারে উদ্ধার কইরা নিয়া যায়। অতঃপর তাহার সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। আমার গল্প ফুরালো, নটে গাছটি মুড়ালো।

৫| ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৩২

হাসান মাহবুব বলেছেন: কাফির মুরোগ X(

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৩৬

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: হে হে হে। বড়ই আজিব দুনিয়া।

৬| ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৩৬

আহছানউল্লাহ বলেছেন: বস মোরগ না মুরগী ।মোহাম্মদের থেকে শুনে এর আগের গল্পটা ও সুন্দর ছিল(ইরান নিয়া ক্যাচাল)

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৩৮

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: মোরগ বস।

মুহাম্মাদরে দুইদিন আগে বিদায় দিলাম। দেশে গেছে ঘুরতে। মনডা খুব খারাপ।

৭| ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৪১

শান্তির দেবদূত বলেছেন: মুরোগ নিশ্চই খৃষ্টান মুরগির প্রেমে মজছে ;)

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৪৬

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: হে হে।

৮| ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৪৪

আহছানউল্লাহ বলেছেন: মন খারাপের কারন কি। কিছু দিনের মধ্যে তো আপনি ও যাচ্ছেন

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৪৭

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: না আসলে দুই মাস দেখা হইবা না অনেক বন্ধু বান্ধবের সাথে। তাই একটু মন খারাপ।

৯| ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৫৭

আহছানউল্লাহ বলেছেন: হ বস এটা হাছা কথা গত ৩বছরে অনেক বন্ধুকে মিস করছি। ছেলেবেলার,স্কুল-কলেজের বা বেকার সময়ের।

০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:০০

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: বন্ধুরা হইল সম্পদের মতন। হারায়ে গেলে কষ্ট লাগে।

১০| ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৫৮

ঘাসফুল বলেছেন:

এখন মুর্গা দেখলেই এই গল্প মনৈব...

হাসান মাহবুব বলেছেন: কাফির মুরোগ =p~

০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:০০

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: নাহ আমি খালি সব জায়গায় পানি ঢাইলা দেই।

১১| ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:১২

অপ্রিয় সত্য বলেছেন: +

০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:২৭

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ধইন্যা।

১২| ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:১৩

রথে চেপে এলাম বলেছেন: মার্ক জুবাবের বলেছেন: মুর্গারে মাইনাচ...

০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:২৭

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: হায় হায়।

১৩| ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:১৯

প্রিয়া বলেছেন:
হিঃ হিঃ

০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:২৭

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: মুহাহাহা হা হা হা

১৪| ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:২৪

তানহা তাবাসসুম বলেছেন: হাহাহা............ ++

০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:২৮

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: হে হে। ধইন্যা।

১৫| ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৪:৩৮

নাজিম উদদীন বলেছেন: এইরকমই হয়।:)

০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৫:০৫

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: মুরগীরাই সমস্যার মূল।

১৬| ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৫:৫৯

স্বাধীনতা৭১ বলেছেন: মোরগারে পেলাচ++, কারন মোরগা পলটি দিচে বইল্লা আমরা কৌতুক হুনবার পাইচি ।

০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৩:৪১

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আসেন এইবার একটু মোরগার তরকারী খাই।

১৭| ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৬:০৬

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: মোরগ সারারাত সুন্দরী ইউরোপিয়ান মুরগিরে লইয়া মুভি দেখছে, এক রাইতেই ধর্মরে ল্যা; মারছে|

বুজতাছি না আমিও কি মোরগের মত...... :)

০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৩:৪২

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আরে না। অবশ্য সেইরাম সুন্দরী হইলে ভিন্ন কথা।

১৮| ০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ৯:২১

শিবলী বলেছেন: বাড়ীর কাছে মনে হয় গীর্জা আছিল। আর কোন খ্রীষ্টান রুপবতী মুরগি মুরগারে নসিহত করছে এই সম্ভাবনাও উড়াইয়া দেওয়া যায় না----


হাহা পগে :-/

০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৩

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: :D

১৯| ০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ৯:২৮

সাধারণমানুষ বলেছেন: খ্রীষ্টান রুপবতী মুরগি মুরগারে নসিহত করছে হা হা হা হা

০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৪

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: করতেই পারে। খাটি আরাব মোরগা, সেইরাম তার ফিগার। কে না চায়.........

২০| ০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ১০:৫০

তায়েফ আহমাদ বলেছেন: মুরগা তো মুরতাদ হইয়া গেলো!

০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৮

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আসেন একটা ফতোয়া নেই হুজুরগোর কাছ থিকা যে এই ব্যাপারে কি করা যায়। তয় হুজুররা ফতোয়া যেইডা দিতে পারে বইলা আমার মনে হয় তা হল,"মোরগাটাকে হালাল উপায়ে কতল করিতে হইবেক। অতঃপর ফতোয়াদানকারীকে দাওয়াত দিয়া মোরগের তরকারী খাওয়াইয়া সন্তুষ্ট করিতে হইবেক।"

২১| ০৪ ঠা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৫

মোতাব্বির কাগু বলেছেন: Click This Link

০৫ ই জুলাই, ২০০৯ রাত ৩:২১

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: গেলাম।

২২| ০৪ ঠা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

চানাচুর বলেছেন: :D:D

০৫ ই জুলাই, ২০০৯ রাত ৩:২৩

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: স্বাস্থ্য রক্ষায় হাসি অত্যন্ত ভাল। কারন সে ক্রিকেট খেলে।

২৩| ০৪ ঠা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৩

জয় সরকার বলেছেন: হা হা প গে...............ব্যাপক জুক্স...............লাগে রাহো......

০৫ ই জুলাই, ২০০৯ রাত ৩:২৪

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: সম্পূর্ণ বিদেশে তৈরী, প্রিজারভেটিভ মুক্ত খাটি জুস।

২৪| ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:১৩

নীল-দর্পণ বলেছেন: আহারে মোগডা মুরতাদ অইয়া গেসে.....

০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০০

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: অবলা জীব মোরগটারে একটু দয়া করেন।

২৫| ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:২০

মেহরাব শাহরিয়ার বলেছেন: মোহাম্মদকে সামহোয়ারের ব্লগার বানান , অলরেডি তাঁর কথাবার্তা মিস করছি

০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০২

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: খাইছে!!!!!

২৬| ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৬

উদাসী স্বপ্ন বলেছেন: মুরগটারে মুরতাদ ঘুষনা দেওন দরকার, বাগার এই সময়ে হুজুর পল্টি মারলো। হুজুর ছাড়া মুরতাদ ঘুষনা দেই কেমনে?

মেহরাব শাহরিয়ার বলেছেন: মোহাম্মদকে সামহোয়ারের ব্লগার বানান , অলরেডি তাঁর কথাবার্তা মিস করছি

কথাডা হক কথা! তার একখান অটোগ্রাফ চাই!;)

০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: হা হা হা। আহারে শেষমেশ হুজুরও ডিগবাজী দিল। হুজুরনির ফটুকটা দেখিবার মনে চায়।ঃ))

অক্কে। মুহাম্মাদ আহুক দেশ থিকা। দেহি ওরে বাংলা শিহানি যায় কিনা।

২৭| ০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

একজন সৈকত বলেছেন: মার্ক জুবাবের বলেছেন: মুর্গারে মাইনাচ...

;)
:)

০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৮

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: বেচারা প্লাসের মত দেখতে ক্রুশ আকতে গিয়া মাইনাসের বন্যায় ভাসিয়া গেল। তাড়াতাড়ি হেলিকপ্টার পাঠানি দরকার উদ্ধারের জন্য। অবশ্য মুরগী তার বাহিনী নিয়া ইতিমধ্যে রওয়ানা দিয়াছে।

২৮| ০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: হায়রে মুরগা! এই সামারে বৈদেশের ললনা মুরগি দেইখা পল্টি মারলি! মুরগার লিগা একখান ফতুয়া দরহার। মোল্লা লাগপে ফতুয়ার জন্যে।

০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: মোল্লা কিন্তু নিজেই পল্টি মাইরা দিছে বস।

২৯| ০৬ ই জুলাই, ২০০৯ সকাল ১১:২৮

উদাসী স্বপ্ন বলেছেন: মুহাম্মদের ফ্যান হইয়া গেলাম, ভাইজান। উনার কিছু বয়ান শুনবার মন চায়!

একটা ফটুক থাকলে পুস্টাইবার পারেন!

৩০| ০৬ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫১

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: দোস্তরে মিস করতাছসি অনেক। একা একা বারান্দায় বিড়ি টানি। কেউ নাই। খুব কষ্ট লাগে। আপাতত দূরে তাই বয়ান শোনা সম্ভব হইতাছে না। সিঙ্গেল ফটুক পাইলাম না। এই ফটুকের বাম পাশে কালা রঙের সোয়েটার আর হাফ প্যান্ট পড়াটা আমার দোস্ত।

৩১| ০৬ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫৭

উদাসী স্বপ্ন বলেছেন: এই পুলাটা তো দেখতে এক্কেরে প্রিন্সের মতো। যদিও বুঝা যায় অনেক ফানি, তয় অনেক ডিসেন্ট পুলা!

০৬ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫৯

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: হ পুলা অনেক ভালা। খারাপ কিছু করতে দেহি নাই আজ পর্যন্ত। সারাদিন পড়াশোনা নিয়াই থাকে।

আপনার প্রশংশা পৌছে দেয়া হবে। ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.