![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টি এস সি'র সড়ক দ্বীপ; সবুজ খোলা মাঠ
হাকিম চত্বর থেকে লাইব্রেরির সম্মুখভাগ,
কলাভবন ক্যাফেটারিয়া
অপরাজেয় বাংলার পাদদেশ
কোলাহল মুখর স্যাডো
সুমন মামার ফটোকপির দোকান
ব্যাকবেঞ্চার চত্বর থেকে মল চত্বর, সব--
আজ শান্ত-নিবিড় শূণ্যতায় ভরা
সুগভীর নিরবতায় প্রস্থানের উৎসব।
সিনেটর কেনেডি বটতলার বেদিতে
আমি বসে একা
মরা পাতা ঝরে আছে,
সব পাখি উড়ে গেছে
ডালগুলো ফাঁকা।
কোন কোলাহল নেই, নেই কোন মিছিলের ঝাঁঝ
থেমে গেছে নবীন কোকিলের গান
সবাই ফিরে গেছে নীড়ে,
ব্যস্ততা ফেলে এই অবসরে
এই তো নাড়ীর টান।
©somewhere in net ltd.