নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনন্তের পথে ছুটে চলা এক পথিক

শেখ রফিকুল হক

অনন্তের পথে ছুটে চলা এক পথিক

শেখ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

চাঁদ হারিয়ে পাওয়া

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০১

(পোল্যান্ডের ক্রাকো শহরে জন্ম নেওয়া বন্ধু সুমনার মেয়ে আফিফাহ জামান আরশি কে...)

চাঁদকে আমি বড্ড ভালবাসি
ভালবাসি পূর্ণিমা আকাশ চুইয়ে পড়া
চাঁদের নরম আলো...
সেগুন পাতার প্রশস্ত জমিনে ভর করে করে
যা ছড়িয়ে পড়ে মর্তালোকে
আর আলতো করে চুমো এঁকে যায়
অনুরাগী দূর্বাঘাসের ঠোঁটে।

ধরার বুকে যখন নেমে আসে শ্মশানের নীরবতা
হঠাৎ করে ডুকরে কেঁদে ওঠে স্তন্যপায়ী মানব শিশু
রাতের গোধূলির ঠিক যখন অল্প সময় বাকি
তখন সচকিত হয়ে ওঠে সৌন্দর্য্যান্বেষী আমার
নির্ঘুম-ক্লান্তিহীন আঁখি
বাতায়ন ফাঁক গলে দেখি
আকাশের বুক চিরে নেমে আসা
চন্দ্রালোকের প্রসবণ ধারা, আর
জোসনার জলে জলকেলিরত সমুজ্জ্বল চাঁদ।

নেশাতুর মায়াবী-সৌন্দর্য্য সুধাপানে তৃপ্ত হয়
আমার তৃষ্ণার্ত মন; পরিপূর্ণ হয় আমার অন্তঃকরণ!
মনোরাজ্যের প্রতিটি বালাখানা হয়
রুপালি চন্দ্রালোকে উদ্ভাসিত, উচ্ছেলিত...
যখন আমি চাঁদকে দেখি,
শুভ্রতায় মোড়ানো চাঁদের কোমল আলো দেখি...

কিন্তু গত বেশ কিছু দিন ধরে খুঁজে পাচ্ছিনা
আমার চাঁদ; খুঁজে পাচ্ছিনা চাঁদের স্নিগ্ধ আলো!
রাতের আকাশ তন্ন তন্ন করে খুঁজলাম
না পেলাম চাঁদ; না তার রুপালি আলোর ঝলকানি!

শহীদুল্লাহ হলের খোলা মাঠ
সুপ্রশস্ত পুকুরের শান বাঁধানো ঘাট
এমনকি নিমতলি ছাতা মসজিদের সাত তলার ছাদ
আমি চাঁদ খুঁজে বেড়াই......
উত্তর-দক্ষিন, পূর্ব থেকে পশ্চিমাকাশে
কালপুরুষ আর সপ্তর্ষিমণ্ডলের চারপাশে
কিন্তু চাঁদের খোঁজ পাইনা
কোথায় যে হারিয়ে গেল আমার চাঁদ!

অবশেষে এক রাতে চলে গেলাম বঙ্গবন্ধু হলে
হারিয়ে যাওয়া চাঁদের খোঁজে,
চাঁদের প্রতিফলিত আলোর খোঁজে।
বিশ্বাস ছিল, বঙ্গবন্ধু হলের ছাদে অবশ্যই
দেখা পাব চাঁদের, কেননা বিশ্ববিদ্যালয় জীবনে
এখানেইত হয়েছিল চাঁদের সাথে আমার
বন্ধুতার যৌবন-পর্বের গোড়াপত্তন।
না, স্মৃতিময় পুরনো জায়গাতেও চাঁদের দেখা নেই
মূলত ঢাকা শহরেই চাঁদ নেই
গোটা বাংলা জুড়ে কোথাও চাঁদ নেই!

অবশেষে শাদা মেঘের ভেলা ভাসানো
এক শরৎ দুপুরে সমুৎকর্ণ আমি
সংবাদ পেলাম চাঁদের, বন্ধু হাবিব মারফত!
গত ১৫ ই ভাদ্র ১৪২১ বঙ্গাব্দে চাঁদ উঠেছে
এই বাংলা ছেড়ে সুদূর ইউরোপে
বাল্টিক সাগরের কোলঘেসে পোল্যান্ডের ক্রাকোও শহরে!

অপেক্ষার প্রহর হয়না শেষ, কখন দেখব
সে চাঁদের মুখ, দেখব চাঁদের প্রতিফলিত আলো।
অতঃপর সপ্তাহ খানেক বাদে
পেলাম চাঁদের আলোর দর্শন
বন্ধু সুজন মারফত 'মুখবই' এর কল্যাণে।
ছোট্ট চাঁদ, ছোট্ট কাপড়ে মোড়ানো।
প্রকৃতির কাজল মাখা মায়াবী এক জোড়া চোখে
নতুন পৃথিবীকে জানার অপার বিস্ময়!

দেখে মনে হল......
এই ছোট্ট চাঁদের আলোয়
একদিন আকাশের ঐ চাঁদ তার
মুখ লুকাবে লজ্জায়-সঙ্গোপনে
সকল সৌন্দর্য্য হবে তার ম্লান।

বেঁচে থাক চাঁদ......
তোমার আলোয় দূর হয়ে যাক
মিথ্যার বেসাতি যত পাপাচার
সত্যালোকে ভরে যাক ধরা
মুছে যাক সকল আঁধার।
উত্তর মেরু থেকে দক্ষিন মেরু
পূর্ব থেকে পশ্চিম
ছড়িয়ে যাক তোমার পবিত্র আলো
হও তুমি চিরায়ুস্মতি, তুলনাহীন।
আলোর পথে শুর হোক চলা
হও তুমি সত্যের উপমা
এই কামনায় সুদূর বাংলা থেকে
সুজন,হাবিব ও রফিক মামা।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.