![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থামকে দাড়াই একটু হেটেই
পিচ-পা হই অনেখানি।
কমে যায় জীবনের স্থিতিস্থাপকতা
মিথ্যে হয় নিউটন এর তৃতীয় সুত্রের বাস্তবতা।
হতাশার রথে চড়ে আত্মবিশ্বাস যায় হারিয়ে
গ্লানি আর অপমানই হয় আজীবন সঙ্গী।
থামকে দাড়াই একটু হেটেই
পিচ-পা হই অনেকখানি।
সংকীর্ণতায় ডুবে আছে মন
কিহবে করে মিথ্যে পন
কেমনে দেখব জীবনের নতুন স্বপন
সংকল্পকে যে লাগে ভীষণ ভয়।
থামকে দাড়াই একটু হেটেই
পিচ-পা হই অনেখানি।
পরের চিন্তায় সদা মশগুল
সমালোচনায় পঞ্চমুখ।
নীতি ব্যাকের ফুলঝুরি হয়
মানতে অনেক দ্বিধা-সংকোচ
থামকে দাড়াই একটু হেটেই
পিচ-পা হই অনেখানি।।
তারিখঃ ০৭-০৫-২০০৬
©somewhere in net ltd.