![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্থির আত্মা বঞ্ছিত শরীর
অস্ফুট আশা নিভৃতে বধির।
নির্ঘুম রাত্র্রি ঝাপসা জোছনা
লাঞ্ছিত হয় প্রকৃতি কতনা।
চৌচির চিত্ত উন্মাদ তটিনী
কাঙ্ক্ষিত ধ্রুব তেজস্বী কামিনী।
কল্পনা হাস্য অলিক স্বপ্ন
অজাত সৃষ্ট পৃথিবী বিশ্ব।
প্রেমিক স্থির প্রেমের পথে
অতৃপ্ত বাঞ্ছ চলতি রথে।
©somewhere in net ltd.