![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহস্র কোটি নত মস্তকে শ্রদ্ধা জানাই
লক্ষ্য শহীদের চরনে।
শ্রদ্ধা জানাই নত মস্তকে
লক্ষ্য বীরাঙ্গনার চরনে।
একাত্মা হই ছেলে হারা মায়ের শোকে,
ভাই হারা বোনের ও স্বামী হারা স্ত্রীর শোকে।
শ্রদ্ধা জানাই আজ সব ভাষা সৈনিকদের প্রতি,
যারা দিয়েছিল প্রান দেশের তরে।
ভুলিনি তোমাদের আজো
ভুলবোনা আজীবন।
এ হৃদয় মাঝে রাখবো বাঁচিয়ে
তোমাদের স্মৃতি অম্লান।।
তারিখঃ ২০-০২-২০০৬
©somewhere in net ltd.