নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বারিদ কান্তার

বারিদ কান্তার

জীবন যখন একটাই মৃত্যুর আগে কিছু করে যেও ভাই।

বারিদ কান্তার › বিস্তারিত পোস্টঃ

যাঁতাকল

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৭

ভাবনাগুলো খেলা করে উদাস দখিনা হাওয়ায়

চিন্তার ঘন মেঘ ভর করে মনের আকাশে।



চেনাজানা মুখগুলো কিভাবে পারে বদলাতে?



বড় হওয়ার মন্ত্র নিয়ে মুখে, করে আছে যত হীন কাজ।

মানবিকতার বুক মাড়িয়ে মিছিল চলে পাশবিকতার।



হাহাকার করে নৈতিকতা, সম্মানিত হয় প্রতারণা।

বড় বুলি মুখে যার সেই তো বড় নয়তো কঠিন ব্যাপার।



ছোটো হওয়া তাই নয় বড় গুন, কেইবা চায় ছোট হতে।

অন্যায় সবার কাঁধে চোড়ে করছে আজ ঘোড়সওয়ার,

তাগড়া আর লাগামহীন বলে পড়েনা কভু সে ধরা।



হীন চরিত্র পুরস্কৃত হয় গুণী সংবর্ধনায়,

গুণী চরিত্র লাঞ্ছিত হয় জঙ্গি হায়ণার হানায়।



মুখের কথায় কোন দাম নেই আজ, দাম বেশী এখন কাগজের।

অস্র আর গোলা বারুদের নয়, খেলা চলে এখন মগজের!



মুখে তাদের অমৃত রস, অন্তরে ভরা গরল

কূট-বুদ্ধিতে সর্বনাশ করে আছে যত প্রান সরল।



হিংস্র থাবায় শিশু মরে, মরে নিরীহ জনগণ

বৈঠক এর পর বৈঠক করে আর করে মিথ্যে প্রহসন।



জোর যার সে দিচ্ছে চাপিয়ে আশ্রয় নিয়ে ছলের,

নতুন করে বুঝি হল শুরু ওঃপনিবেশ যাঁতাকলের।।





তারিখঃ ২৪-০৮-২০০৬

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৪

যুবরা১৯৮০ বলেছেন: লিখা ভাল হয়েছে, চালিয়ে যাও।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৬

বারিদ কান্তার বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

২| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪

বারিদ কান্তার বলেছেন: উৎসাহ দানের জন্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.