![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘলা আকাশ, অথৈ বরষায়
তৃষিত হৃদয় খোলা জানালায়
গুমরে কাঁদে।
নিস্তব্ধ রাত, উদ্দীপ্ত বাসনায়
একাকী জীবন খোলা জানালায়
গুমরে কাঁদে।
দখিণা বাতাসে, অস্ফুট ক্রন্দন
নির্লিপ্ত চাহনি খোলা জানালায়
গুমরে কাঁদে।
রোদেলা দুপুর, আকাঙ্ক্ষিতের অপেক্ষয়
উদ্ভ্রান্ত যুবক খোলা জানালায়
গুমরে কাঁদে।
ভরা পূর্ণিমা, একাকিত্তের যাতনায়
মলিন জোছনা খোলা জানালায়
গুমরে কাঁদে।
দীর্ঘ বিকেল, যন্ত্রণায় দগ্ধ
গোধূলির আভা খোলা জানালায়
গুমরে কাঁদে।
অশান্ত নদী, অস্থির মনের
উত্তাল ঢেউ খোলা জানালায়
গুমরে কাঁদে।
বিমর্ষ প্রকিতি, অফুরন্ত সময়
অপেক্ষার প্রহর খোলা জানালায়
গুমরে কাঁদে।।
তারিখঃ ০৮-০৬-২০০৬
©somewhere in net ltd.