![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি বলেছিলে আসলে আমি ঢাকবেনাকো মুখ!
লজ্জায় রাঙ্গা ঐ মুখ আমি দেখবো সারাক্ষণ,
কল্পনাতে এসব ভেবে চলছে সময় রাতের ট্রেনে।
মেঘ যবে ছুটে চলে দিগন্ত পানে.........
আমি তব ছুটেছিগো তোমার স্পর্শ টানে।
তোমার ঐ মুখখানি মনে পড়ে যবে
মুখেতে চিকন হাসি ফুতে ওঠে মোর,
চোখেতে ভাসে মোর কতনা আশা।
এই ভেবে কষ্ট হয় দূরত্ব তোঁ কম নয়।
তোমার ঐ মুখখানি দেখবো আমি কবে।
আকুল এমন পাগলপারা, তোমার সঙ্গে এর কারা!
হঠাৎ চোখ মেলে বুঝি স্বপ্ন দেখছিলাম আমি।
গোধূলিবেলার সূর্যের মত তোমার ও মুখ ভাসছে কত আমারি দু চোখে।
এসব কথা মনে হলে মনটা জানি কেমন করে।
কথা কি সব বলবো আমি সাজিয়ে নিচ্ছি এখনি তাই।
!
!
হঠাৎ বিকট আওয়াজ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ঝি..................... ঝি............করছে চোখ!!!!!!!!!!!
চারদিকে ঝাপসা................................................।।
ছ্যাঁত... করে উঠলো মাথার ভিতরটা!!!!!!!!!!!!!!!!!!!
তবে কি চলে যেতে হচ্ছে আমাকে?
তোমার মুখখনি দেখা হলনা আর।
চিকন হাসি রয়ে গেলো মুখেই
স্বপ্ন খুজে ফিরছে ধুসর চোখ দুটোই!!
তারিখঃ ১৫-০৮-২০০৫
©somewhere in net ltd.