![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাতড়ে ফিরি অন্ধকারে,
বিবেক তুমি দাও সাড়া।
যুদ্ধের লাগি যারা জীবন দিল............
তাদের খবর আজ নেয় কারা?
দুয়েকটা দিন খুব শোনা যায় সকাল থেকে সন্ধ্যা,
তারপরেতে নাক ডাকি ভাই
দেইখাও আজ আমরা আন্ধা।
কেউ ঘুরে আজ পথে পথে হাতে নিয়ে থালা ভিক্ষার,
তাই দেখে আজ কারো মনে
জাগেনা এতটুকু ধিক্কার!
কোন শহীদের স্ত্রী হয় আজ
কারো বাসার ঝি-চাকর
তাদেরই বা কেমন বিবেক,
নেয় না তারা এই খবর।
হারিয়ে যায় সত্য মানুষ
সব নকল মানুষের ভিড়ে,
নকল মানুষই সততার সব সম্মান আজ নেয় কেড়ে।
যাদের অবদানে হল স্বাধীন
সুন্দর এই দেশটা,
তাদেরকে আজ অস্বীকার করার কর কেন বৃথা চেষ্টা।
করুণা নয় প্রাপ্য সম্মান
দাও তাদের আজ দিতে হবে
তা নাহলে যে বঞ্চিত হব সুন্দর এই দেশের অধিকার থেকে।।
©somewhere in net ltd.