![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মেছ যে দেশে মরবেও সে দেশে...
তুচ্ছ কেন কর তোমরা নিজেই নিজের দেশকে?
পরাধীন ছিল যে দেশ, শত বিসর্জনে স্বাধীন হল সে দেশ......
তুচ্ছ কেন কর তোমরা নিজেই নিজের দেশকে?
এত কিছু আছে এ দেশে, তবুও বল কিছুই নেই এ দেশে......
তুচ্ছ কেন কর তোমরা নিজেই নিজের দেশকে?
সবুজ শ্যামল যে দেশ, জেনে রাখিস...একদিন মরুভুমি হবে সেদেশ
তুচ্ছ যদি করি আমারা নিজেই নিজের দেশকে।
ফুল ফসলে দরিদ্র যে দেশ একদিন হবে সমৃদ্ধ সে দেশ!
দয়া করে তুচ্ছ করোনা তোমরা নিজেই নিজের দেশকে।
তারিখঃ ২০০৩
©somewhere in net ltd.