![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১/ মোটা কাপড় মোটা ভাত
তাই বাঙ্গালীর মাথায় হাত।
২/কৃত্রিম হাঁসিতে থাকে যান্ত্রিকতা
আর প্রাকৃতিক হাঁসিতে থাকে আন্তরিকতা।
৩/আমার চাওয়া হয়নি পূরণ দুঃখ নেই তাতে
দশের চাওয়া হয়েছে পূরণ সুখ যে আমার তাতে।
৪/স্বপ্ন আমার বাংলাদেশ
দুর্নীতি আজ করবো শেষ
বোমাবাজদের মারবো পিষে
গড়বো সোনার বাংলাদেশ।
৫/ বৃষ্টিরে ও বৃষ্টিরে তুই এত কেন ঝরিস বল
তুই কি আমার শোকের মত শোকে বিহ্বল?
৬/সুখের পরশ বুলায়ে বুকে এলো যে ফাগুন ধারা
কৃষ্ণচূড়ার রঙে আজ প্রকৃতি পাগলপারা,
ভালোবাসা তাই মৌ মৌ করে রাঙ্গিয়ে সারাবেলা।
৭/নিশপ্রান তুমি ও তোমার কথা, নিরশ তোমার এস ...এম...এস
তোমার সাথে বলব কথা ক্রেডিট এ আমার থাকলে ক্যাশ।
©somewhere in net ltd.