![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমের রাজ্যে নিশাচর আমি, স্বপ্নহীন যুবরাজ!
শ্রাবন রাতে অস্থির আমি খুঁজি বন্ধনের বিশ্বাস।
সুখ স্বপনের ভোর কি হবে নব প্রভাতে?
আসবে কি তুমি জীবনটাকে নতুন রঙে রাঙাতে?
বৃথা স্বপ্নের জাল বুনি শুধু নিসঙ্গ এই রাত্রিতে।
তোমায় আলিঙ্গনের আশ্বাস খুঁজি মাতাল ধরণীর করুনাতে!
তারিখঃ ২৪-০৫-২০১৩;
©somewhere in net ltd.