![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শক্তিতে মোরা দুর্বল আজি
বুদ্ধিতে মোরা হবো শ্রেষ্ঠ।
মানবতারই জয় হবে আজ
হোক না যত কষ্ট।
দুর্বোধ্য আর দুর্গমতাকে
করতে পারি জয়।
বাহুওয়ালার হুঙ্কারে আজ
নেইকো মোদের ভয়।
সৃষ্টির জন্যে জন্ম তোদের
ধ্বংস কেন করিস।
এই সৃষ্টিই তোকে রাখবে বাঁচিয়ে
তুই কি বলতে পারিস?
নিক্ষিপ্ত হবে আস্থাকুড়ে
সব ধ্বংসকারীর দল।
ধ্বংস থামাবার সময় আছে
এখনই তাদের বল।
তারিখঃ ১৯-১০-২০০৫
©somewhere in net ltd.