![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাঁটছি আমি রাস্তা দিয়ে চোখের পলক ফেলতে গিয়ে
হঠাৎ দেখি তাকে,
দাঁড় করিয়ে বলে, চিনোনাই আমাকে?
আমি হলাম "সে"............।
আমি বলি চিনেছি তোমায়। (মুখ বাকিয়ে)
তবে বলত আমি কে?
মুচকি হেঁসে আমি বলি, তুমি হলে সকাল বেলার কাঁক,
তুমি হলে রাত দুপুরে শেয়ালের ডাক।
শুনে কথা অমনিতে মেয়ে রাগে যে গাল ফুলায়।
আমি বলি রাগ করোনা,
ভুল হয়েছে আমার, তোমার সাথে দুষ্টামি করা সাঝেনি আমার।
সে বলে, না না তা কেন ভুল হয়েছে আমার।
রাগটা ঝেড়ে আবার তুমি মাফ করে দাও আমায়।
সময়ঃ ২০০৫
©somewhere in net ltd.