![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃষ্টি মহান স্রষ্টার গুনে
মনুষ্য মহান আত্মার ডাক শূনে।
নব আত্মা নব প্রান
নব দিগন্তের গাইবে গান।
মহান আত্মা হবে সে জন
করেছে যে উৎসর্গ জীবন মানবের ই কল্যাণে।
দ্বিতীয় সত্তা করছে মানা
ও পথ শুধু কাটায় ভরা।
আমিত্বটাও করছে লড়াই
ভোগবিলাস তাতে যাবে পালাই।
দ্বিধা-দন্ধের মাঝে পড়ে
আত্মা আজ ঘুম হারা।
ব্যাকুল সে মহান হতে
পথ চালিকার খুঁজে সাড়া।
মহান আত্মার মাহা প্রান
তোমায় খুজিছে ভবিষ্যৎ।
দিকদর্শী পথিক তুমি
ওহে কল্যাণেসূ মনবেশ্মর।//
তারিখঃ ০৩-০৭-২০০৮
©somewhere in net ltd.