![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব তুমি সৃষ্টির সেরা বুদ্ধি আছে বলে,
আশরাফুল মাখলুকাত বলে তোমায় সেই গুনেরই জোরে!
মানব তোমার আরেকটা গুন আছে সবার জানা,
মানবিকতার উপর বল চলে কাদের হানা?
পৃথিবীতে কোন প্রজাতি পিয়েছে নিজের রক্ত?
করেছে বল কোন প্রজাতি নিজেদেরি দাসত্ব?
মানবিকতার ধরন যদি এরকমই হয়,
পশুর দলের অট্টহাসি উপহাসইতোঁ হয়।
মানবের মাঝে মানবিকতা অবশিষ্ট না থাকে যদি আর,
সৃষ্টির সেরা জীব তাকেনা বলাই দরকার।
মনুষ্য জাতির কলঙ্ক সে মনুষ্যত্ব যার নেই,
নিজের ভাইয়ের রক্ত ঝরালে ভালবাসা তো মরবেই।।
তারিখঃ ১৪-০৯-২০০৬
©somewhere in net ltd.