![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত্তসব তেলেসমাতি আছে এই দুনিয়ায়
চোখে না দেখলে বুঝবেনারে
দেখে একবার নাও তাই।
কারখানাতে মালিক নড়ে,
সরকার নড়ে একটা দেশেরও
গরিব-দুঃখীর তাও পেট ভরেনা
পারেনা বাঁচতে একটু হেসেও।
অফিসেতে ফাইল নড়ে না
যদি না মাখ পায়ে তেল,
বিচার যদি চাও পুলিশে
খাবে ধমক, যাবে জেল।
এই তেলের অভাবে জীবন অচল
বাড়ি বানাতেও লাগে ভাই
স্কুল, কলেজে পড়তে গেলে
তেল ছাড়া যে উপায় নাই।
চাকরির বাজারে তারে মামা বলে
মামা সবার আপন জন,
মামা ছাড়া ভাই চাকরি নাইরে.........
এই কথাটি রেখো স্মরণ।
তেলের কারনে হারিয়েছি আজ
নীতি, আস্থা, মানবিকতা।
মূল্যবোধের মাথা মাড়িয়েছি তাই
দুর্নীতিতে আজ আমরা বিশ্বসেরা।।
তারিখঃ২০-০৭-২০০৬
©somewhere in net ltd.