![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসহায় আর্তনাদ এ বুক জুড়ে, দিগন্তে আস্ফালন মরীচিকার
কালো ধোঁয়ায় ছেয়ে যায় সবুজের অরন্য হুঙ্কারে যান্ত্রিকতার।
উজাড় হবে সুন্দরী মায়া আরও হবে চিত্রা
যন্ত্রের কোলাহলে সাঙ্গ হবে নৈসর্গিক গীতিময়তা।
রয়েল বেঙ্গল টাইগার তুমি ইতিহাস হবে জেনে রেখো একদিন
হয়তো বলব আপন নাতিপুতিকে বিষাদে সংজ্ঞাহীন।
তারিখঃ ২৭-০৯-২০১৩
©somewhere in net ltd.