![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দোষ তো আমাদেরই! আমরাই তো ভোট দিয়া ওদেরকে ক্ষমতায় বসাই।
আর তারা ক্ষমতা পাইয়া দেশটারে নিজের বাপের সম্পত্তি মনে করে এবং যা মন চায় তাই করে।
আর যারা ক্ষমতা হারায় তারা জ্বালাও পোড়াও কইরা লগি বৈঠা দিয়া তরুন প্রান ঝরায়।
সরকারি দল কিংবা বিরোধী দল ওরা ঠিকই আছে, আমরা আমজনতারাই বলদ রইয়া গেলাম, তা না হইলে কি উনারা আমাদের মত বলদের মাথায় কাঁঠাল ভাইঙ্গা খাইতে পারত?
দেশের এই পরিস্থিতির জন্যে আমরাই দায়ী।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: মোহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: মূলত BNP , আওমিলিগ দুইভাই
উনাদের নীতিগত কোন তফাৎ নাই
আমরা পাবলিক সব ভোদাই
মরি - তবুও দুই দলেরই পুটু হাতাই
lets go , কোকাকোলা বোতলে ' রক্তকোলা ' খাই
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২
রক্ত পলাশী বলেছেন: বাশঁ ঝাড় বানাইছেন, এখন আইক্কা সহ বাশঁ পিছন দিয়া ঢুঁকতেছে..একটু কষ্ট করে... একটু কামড় খাইয়া থাকেন....স.ব সহ্য হয়ে যাবে!!!
আর তা না হলে, হাল ছেড়ো না বন্ধু কন্ঠ ছাড়ো জোরে- “আমরা শান্তিতে বাঁচতে চাই”
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
বারিদ কান্তার বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
ভোরের সূর্য বলেছেন: শুনতে খারাপ লাগলেও এটা সত্যি।
আমাদের মতন সাধারণ মানুষের অপরাধ হচ্ছে ১)এই দেশে জন্ম নেয়া ২)ভোট দিয়ে সন্ত্রাসী দুর্নীতিবাজ রাজনীতিকদের ভোট দিয়ে ক্ষমতায় আনা। আমি অবশ্যই আমাদেরকেই দোষ দেব।প্রতিবার ভোটের সময় আমরা ঘুরে ফিরে সেই দুদলকেই ভোট দিই।ভোটের সময় অনেক ভাল মানুষ ভোটে দাঁড়ায় কিন্তু তারা ভোট তো পায়না উলটা জামানত হারায়।কেন আমরা ভোট দিই না তাদের কে।আমরা সাধারণ মানুষ কিন্তু খুব চিল্লাই যে বিএনপি বা আওয়ামীলীগ খুব খারাপ এদের জ্বালায় আমরা অতিষ্ট কিন্তু ভোট দেবার সময় ঘুরে ফিরে এদেরকেই ভোট দিই।কোন আসনে যদি একজন ভাল প্রার্থী দাঁড়ায় সে যে কোন দল কিংবা নির্দলীয় হোক না কেন আমরা তাদের কে ভোট দিই না।এই যে সেদিন বাসে আগুন দেয়ার ফলে ১৮জন দগ্ধ হল সেটা অবশ্যই বিএনপি কিংবা আওয়ামীলীগের কেউ করেছে কিন্তু ভোটের সময় দেখবেন এই বিএনপি কিংবা আওয়ামীলীগের লোকেরাই ভোট পাবে।