![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সমাজে উল্লেখযোগ্য পরিমান তরুন মনে করে ৭১ এর যুদ্ধ ছিল গৃহ যুদ্ধ। এদের এ ধরনের মানসিকতা ধিরে ধিরে পরিবর্তন হয়েছে স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার এর ফলে, তারা সমর্থন করে জামাত- শিবির এর প্রচারিত মিথ্যা ,বানোয়াট ও আজগুবি কথা বাত্তা। ৪২ বছর ধরে তারা স্বাধীনতাকে নিয়ে যে কি পরিনাম মিথ্যাচার করেছে তা আজকের তরুন সমাজকে না দেখলে তাদের কথা না শুনলে বুঝার উপায় নাই। তারা দেশের কথা না ভেবে নিঃসঙ্কোচে জামাত শিবিরের শেখানো বুলি আওড়ায়। আর তারা তখন ধর্ম কে সামনে নিয়ে আসে। ধর্মকে ব্যবহার করে তরুন সমাজের মানসিকতাকে প্রভাবিত করছে। আর যা প্রভাব বিস্তার করছে স্বাধীন দেশের অস্তিত্ব অস্বীকার করার প্রয়াস।
সমাজের কি কোন দায়িত্ব নাই এদেরকে সঠিক পথ দেখনোর।
আমরা কি পারি না এদের কে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে?
২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০
েফরারী এই মনটা আমার বলেছেন: জামাতীরা জাহান্নামী ।
Click This Link
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১
েফরারী এই মনটা আমার বলেছেন: কসাই কাদের মোল্লা কতটুকু ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছিলো ?
Click This Link
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯
বারিদ কান্তার বলেছেন: আমারও একই প্রশ্ন।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯
েফরারী এই মনটা আমার বলেছেন: বরং ইসলামী আদর্শের ভিত্তিতে আমরা সব রাজাকারদের বিচার চাই।
Click This Link