![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে পড়ে যায় শীতল যুদ্ধে পরাজিত সৈনিকের অন্তরে ধ্বংসযজ্ঞের কথা।
মনে পড়ে যায় আমাবস্যার কালো অন্ধকারে পতিত নগরীর কথা।
যেখানে ছিল না প্রেমের আবাস, চলাচল ছিল না ভালোবাসার।
চলাচল ছিল সেখানে বারবনিতার কামার্ত আকর্ষণ ও তাদের উন্মুক্ত আগ্রাসী আহবান।
আর্তনাদ করে প্রেমিক যুগল অভিশপ্ত এই নগরে
পূর্ণিমার আলোর বরষায় তারা ভিজেছিল কবে?
ভাবে আর মূর্ছা যায় নির্লিপ্ত হৃদ-অধরে।
ভীত প্রেমিকা আঁকড়ে ধরে আর খুঁজে ফিরে প্রেমিকের নিষ্কলঙ্ক আস্তিন।
নিষ্ঠুর পৃথিবী তাই হিংসায় মত্ত, বাদ সাধে আর কূট-কৌশল করে ফাটল ধরাতে আস্থার।
০৫-০১-২০১৪
০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭
বারিদ কান্তার বলেছেন: ধন্যবাদ! মন্তব্যের জন্যে।
শেষ কথাটা মাথার উপর দিয়া গেসে বুঝিয়ে বলবেন দোয়া করে?
২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।
০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
বারিদ কান্তার বলেছেন: ধন্যবাদ! ভাই।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: ভীত প্রেমিকা আঁকড়ে ধরে আর খুঁজে ফিরে প্রেমিকের নিষ্কলঙ্ক আস্তিন।
নিষ্ঠুর পৃথিবী তাই হিংসায় মত্ত, বাদ সাধে আর কূট-কৌশল করে ফাটল ধরাতে আস্থার।
শেষ দুই লাইন অনেক তাৎপর্য পূর্ণ।
বিশ্বাসে মেলে সব তর্কে কভু নয় ।