![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব বিধাতা মুলা ঝুলিয়ে করছে মুণ্ড নিপাত
খড়গের উদ্ধত বাণীতে বিশ্ববাসীরাও অবাক।
নিষ্পাপের আহাজারিতে বধির বিশ্ব নিশ্চুপ চেয়ে রয়।
শিশু হৃদয়ে কষ্ট মাখা গান
পবিত্র ভুমি কেন রক্তাক্ত শ্মশান?
বৃদ্ধার মাতম পৌঁছায়নি আজো তাদের কানে,
আর পৌঁছালেইবা কি হতো?
ষাট বছরের অস্তিত্ব লড়াই
এত সহজেই কি মিটবে সকল ক্ষত?
ধিক তোমাদের অপরাধী তুমি
মোড়লীও বাণী তোমার কেনইবা আমরা শুনি?
বারিদ কান্তার
০১-০৮-২০১৪
©somewhere in net ltd.