![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐতো দেখা যায় মেঘ
হবে কি বৃষ্টি অনেক?
ভরসা রাখুন বৃষ্টিতে
অথবা নব সৃষ্টিতে
মূর্খরা গলা ফাটিয়ে
অন্ধকারের গান শোনাক।
মরীচিকা দেখি রোদ্দুরে
সম্মুখে বিশাল সমুদ্দুর
অস্তগত বিবেক নিয়ে
রাষ্ট্র ঘুমিয়ে থাক।
ছাপোষা চাকরী নিয়ে
কেরানি খোঁজে চাঁদ
কলম হাতে নিলেই
হাসে বিদ্যুত-বিভ্রাট।
২| ২৭ শে মে, ২০১৭ সকাল ১০:৪৩
আরিফুর রহমান রিপন বলেছেন: ভাল লাগা
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৭ রাত ১২:০৯
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।