![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতি, ধর্ম, বর্ণ ও গোত্রের আবেদন রাখতে গিয়ে পৃথিবীটা দেশ নামক কাঁটাতারে বিভক্ত।
তবুও, সময়ে সময়ে উন্মোচিত হয় নিষ্পেষিতের হাহাকার।
কেন?
শান্তি, ঐক্য, সৌহার্দ্য ও ভালবাসার বাড়তি বৈ কমতি নেই এখানে।
কিন্তু, বৃহৎ মঞ্চে রাজনৈতিক নাটিকার কুশীলবরা থাকে লোকচক্ষুর আড়ালে।
কেন?
আমজনতা এই "কেন" এর উত্তর খুঁজতে খুঁজতে কালের বিভৎসতা পেছনে ফেলে স্বজনের লাশ মাড়িয়ে হয় দেশান্তরী।
১৫/০৯/২০১৭
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৬
বারিদ কান্তার বলেছেন: আমরা জানি কিন্তু আমজনতার কিছুই করার থাকে না, মুখ বুঝে সহ্য কয়রা ছাড়া।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫০
আখেনাটেন বলেছেন: কুশীলবদের অামরা জানি। কারণ আমরাই তাদের তা বানিয়েছি। দোষ আমাদেরও কম কিছু নয়।