নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্থিতিশীলতা, নষ্টামি, আর যাবতীয় প্রতারণা-প্রবণতার বিরুদ্ধে খেলা চলবে
-
প্রথম প্রেম সব সময়ই স্পেশাল। প্রথম প্রেম ভেঙে যাওয়ার পর জীবনে যত প্রেমই আসুক না কেন তা কখনই প্রথমের জায়গাটা নিতে পারে না। কিন্তু জানেন কেন প্রথম প্রেম ভোলা যায় না?
জীবনে আসা সেই মানুষটির সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই আপনার কাছে চির মূল্যবান হয়ে থাকে। তাঁর কাছ থেকে পাওয়া প্রথম প্রেম নিবেদন কি ভোলা যায়? প্রেমের সঙ্গে সেই সব অনুভূতিগুলো জড়িয়ে থাকে যেগুলোর স্বপ্ন নিয়ে আপনি বড় হয়েছেন। যে রোম্যান্টিক গানের সঙ্গে নিজের জীবনকে মেলাতে চাইতেন, প্রথম প্রেম সেগুলোকেই যেন সত্যি করে দেয়।সব থেকে বেশি ভবিষ্যৎ পরিকল্পনা করা হয় প্রথম প্রেমেই। নিজেদের বাড়ি বা ফ্ল্যাট থেকে শুরু করে কোথায় বেড়াতে যাবেন, এমনকী ছেলেমেয়ের ভবিষ্যতের মতো সমস্ত পরিকল্পনাই করতে শুরু করেন দু’জনে মিলে। তাই ব্রেকআপের পর কষ্টও অনেক বেশি হয়।
অতীতকে ভোলা সম্ভব নয়, ভোলা উচিতও নয়। তাই বলে বর্তমানের উপরে অতীতের প্রভাব পড়তে দেবেন না। উপরন্তু প্রথম সম্পর্ক ভাঙার পিছনে নিজের গাফিলতিগুলো খুঁজে বের করুন আর নতুন সম্পর্ক নিয়ে সমস্ত নেতিবাচক চিন্তা দূর করে এগিয়ে চলুন।- সংগৃহিত
২| ০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
অতঃপর হৃদয় বলেছেন: প্রথম প্রেম ভোলা কোন ব্যাপারই না।
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৩
এইচ আর হাবিব বলেছেন: প্রথম প্রেম করা আর পা পিছলে যাওয়া একি কথা। দ্বিতীয়টা পড়লেও ওঠে দাড়া সম্ভব কিন্তু প্রথমটা মোঠেও সম্ভব না, হাঁয়রে! প্রেম