নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিকৃতবুদ্ধির অধিকারী

বর্ষন মোহাম্মদ

অস্থিতিশীলতা, নষ্টামি, আর যাবতীয় প্রতারণা-প্রবণতার বিরুদ্ধে খেলা চলবে

বর্ষন মোহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক

০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৫



ছাত্র-ছাত্রী এবং তরুণদের উন্নতির লক্ষ্যে প্রতিদিন মধ্য রাতে ৬ ঘণ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার কথা ভাবছে সরকার।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিকম মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় ক্ষতি এবং তরুণদের কার্যক্ষমতা হারানোর বিষয় বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এই ধরনের একটি চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেছেন বিভাগীয় সচিব সিয়াম সিকদার। খবর ডেইলি স্টারের

তিনি বলেন, “আমরা গত বছরের জেলা প্রশাসক সম্মেলনের উপর ভিত্তি করে একটি চিঠি পেয়েছি ২৭শে মার্চ”

বিটিআরসি সুপারিশ করার পর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা যায়।


Click This Link

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:২২

সুমন কর বলেছেন: খারাপ নয় !! মধ্য রাত কখন হয় ?

২| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৬

মোস্তফা সোহেল বলেছেন: শুধু ফেসবুক বন্ধ করে কোন লাভ নাই। আরও কত মাধ্যমে পোলাপাইন নেট চালাব।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৮

স্বপ্ন বীথি বলেছেন: নিঃসন্দেহে এটা সরকারের একটা ভালো উদ্যোগ।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪০

বিজন রয় বলেছেন: হা হা হা ।

বিরাট সমাধান!!!

৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৫

রায়হানুল এফ রাজ বলেছেন: মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলতে হবে-এটা কোন সমাধান নয়।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৫

হাফিজ রাহমান বলেছেন: বেশ চমৎকার উদ্যোগ। সুন্দর এ উদ্যোগের জন্য ধন্যবাদ দিতেই হয়। কারণ ফেসবুক আজ মাদকে রূপান্তরিত হয়েছে। তাই নিয়ন্ত্রণ আশু প্রয়োজন।

৭| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৭

অপ্‌সরা বলেছেন: ২২ ঘন্টা বন্ধ রাখা হোক

৮| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৮

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো উদ্যোগ।কিন্তু কথা হলো,ভিপিএন বলেও তো অ্যাপ আছে।আগেরবার অফ করার পরেও খুব একটা সুবিধা হয় নি।
আশা রাখি,এর বিরুদ্ধেও ব্যাবস্থা নেয়া হবে।

৯| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৫

ভবঘুরের ঠিকানা বলেছেন: এই ফালতু জিনিসটা চিরতরে বন্ধ হয় না কেন ? ভার্চুয়াল রিয়েলিটিকে কে মানুষ যতই আপন করে নিবে, ততই দূরে সরে যাবে তার বাস্তব সমাজ-সংসার থেকে। আপনার আমার জীবন থেকে কত কত সময় যে নষ্ট হয়ে গেছে এবং হচ্ছে এর কল্যানে। ব্লগিং অবশ্য ভিন্ন জিনিষ। জ্ঞানচর্চার একটি উৎকৃষ্ট মাধ্যম হিসাবে এর মূল্যায়ন করা যেতে পারে।

১০| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪০

মোটরসাইকেল ভ্যালী বলেছেন: উদ্দেশ্য ভালো হলেও বন্ধ করতে কতটুকু সফল হবে বলা মুশকিল

স্বাগতম Click This Link

১১| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪১

ধ্রুবক আলো বলেছেন: লাভ তা হবে কি?! আইন করুক ১৮ বছরের নীচে ফেসবুক চালাতে পারবে না।

১২| ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

টারজান০০০০৭ বলেছেন: ভালো উদ্যোগ। তবে বজ্র আঁটুনি ফোস্কা গেরোই হবে !

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১:০৬

বর্ষন হোমস বলেছেন:
ধ্রুবক আলোর সাথে একমত।এইরাম ৬ ঘন্টা বন্ধ রেখে কোন লাভ নেই।১৮ এর নিচে কেউ একাউন্টই খুলতে পারবে না এমন কিছু করা হোক।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ২:০৯

অতঃপর হৃদয় বলেছেন: আমাদের দেশের মাথা মোটা মানুষদের দিয়ে কি আর দেশ চালানো সম্ভব! আমার তো মনে হয় দেশ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। একদিক দিয়ে ফেসবুক বন্ধ হলে আমারই লাভ হবে, আমার মত ছাত্র ছাত্রীদের লাভ হবে তবুও কিছু প্রশ্ন মাথার ভেতরে থেকেই যায়। আচ্ছা, চোরের মাথার বুদ্ধি বেশি নাকি গিরস্থের মাথার বুদ্ধি বেশি?? চোর কি আপনাকে বলে আসবে যে আমি ঐদিন অমুকটার সময় আপনার বাড়িতে চুরি করে যাবো?? এখন ধরেন ফেসবুক বন্ধ করলো, বন্ধ করলেই কি বন্ধ থাকবে? কেউ ইউজ করবে না? এর আগেও তো বন্ধ রাখছিল, কই বন্ধ থাকা সত্তেও তো ইউজ করেছে। কতটা বুদ্ধি নিয়ে যে বড় বড় চেয়ারে বসেছে তা তো সহজেই বোঝা যায়। যত্তসব ফালটু ভাবনা।

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ ভোর ৪:০৩

রিফাত হোসেন বলেছেন: ইশ. দেশের পুলাপানরা ফেবুর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে এশিয়ার টপে আনতে পারছেনা!

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৭:১৪

সাদা মনের মানুষ বলেছেন: আমি সাপোর্ট করি পুরোদমে

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১০:১১

কলাবাগান১ বলেছেন: এক ঘন্টা খোলা থাকুক

১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৬

রিকতা মুখাজীর্র্ বলেছেন: জিনিস টাকেই উঠিয়ে দেওয়া হোক তবে ভালো হবে..

১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৬

শূন্যনীড় বলেছেন: সাপোর্ট করি কিন্তু সফল হবে কি !!

২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩২

আহা রুবন বলেছেন: এই আজাইরা জিনিসটা চিরতরে বন্ধ করে দেয়া হোক। এটা সমাজের কোন কাজে লাগে? কী শেখা যায়? এই শয়তানের জন্য ছোটদের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। খামোখা মেগা নষ্ট!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.