নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিকৃতবুদ্ধির অধিকারী

বর্ষন মোহাম্মদ

অস্থিতিশীলতা, নষ্টামি, আর যাবতীয় প্রতারণা-প্রবণতার বিরুদ্ধে খেলা চলবে

বর্ষন মোহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

রুম নাম্বার ৭০৭

০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:০৪


ফারহানা আন্টির সিলেটের ট্রেন ৯:৫৫ মিনিটে। গতকাল রাতেই বলেছিল সিলেট যাবে। সিলেট শহরেই রুবিনা আন্টি থাকে। রুবিনা আন্টি ফারহানা আন্টির বড় বোন। ফারহানা আন্টি ব্যাংকে চাকুরী করে। আমার সাথে ফেইসবুকে পরিচয়। পরিচয় অনেক দিনের। বন্ধু থেকে সম্পর্ক অনেক গভীরে চলে গেছে কখন অবচেতন মন এখন আর মনে করতে পারছেনা। সকালেও আন্টির সাথে কথা হয়েছে। আমি একটা জরুরী কাজে উত্তরা ছিলাম। সন্ধ্যা ৭ টায় হঠাত ফারহানা আন্টির ফোন। সে বলল আমি বাসে উঠেছি তুমি কমলাপুর রেলস্টেশনে আসো আমি একা আসছি। আমি বললাম আমার কাছে টাকা নেই, আন্টি বলল আসো আমি আমি আছি। শুক্রবার হওয়ায় রাস্তা ফাকা ছিল আমি ৮টার মধ্যে চলে এলাম। মোবাইলেও টাকা নেই কল দিতে পারছিলাম না ,পকেটে ইমারজেন্সী ব্যালেন্স ২০ টাকা। ভাবতে ভাবতেই আন্টির কল ভাবতেই আন্টির কল বলল বলল আমি এক নাম্বারগেটে , আসো।। আন্টি বলল একটা হোটেল দেখ ফ্রেশ হবো। দুই একটা নরমাল দেখলাম ভালো লাগলো না। আরএকটু আগাতেই ভালো একটা হোটেল পেলাম।। হোটেলের সুপার ভাইজার বাইরেই ছিল বলাম, সিলেট যাবো ১ঘন্টার জন্য একটা রুম লাগবে ।সুপারভাইজার আমাদের ভালো ভাবে নিলোনা বললো ১ ঘন্টা আর এক রাত হোক আপনাকে ১৫০০ টাকাই দিতে হবে।হোটেলটা মোটামোটি ভালো ছিল। ফ্রন্ট ডেস্কে গেলাম ফর্ম পুরন করলাম, টাকা দিলাম। দুই জনের একটা ছবি তুলে রাখলো। সুপারভাইজার চাবি,একটা পানির বোতল, একটা সাবান নিয়ে লিফটে উঠল। রুম নাম্বার ৭০৭।
রুমে ঢুকলাম সাজানো গোছানো পরি পাটি একটা রুম। ফারহানা আন্টি তার গায়ের ওরনা সরিয়ে বলল এত তো ফোনে জান জান করিস, এবার দেখি কি পারিস। আমি হাতবাগ হয়ে গেলাম। তবে কিছু করার না থাকলেও মনুষত্ত্ব ও দেহ বিষর্যন হয়ে গেল। দুই জন ই গোসল করলাম। দুই জন দুই বেডে। সময় ৯ টা আরো ১ ঘন্টা বাকি। আন্টি এবার ডেকে বলল। একা কেন এই বেডে আয়। আরেক দফা। গোসল করে দুই জনে ড্রেস আপ করলাম। এবার বিদায় ৭০৭।নিচে নেমে আন্টি আমাকে ১০০০ টাকা দিলো। আর একস্ট্রা ২০০টাকা দিল ভাড়া। আমি বললাম তুমি একা যাচ্ছো বললোনা আমার এক ফ্রেন্ড যাবে ট্রেনে বসে আছে। আন্টিকে ট্রেনে উঠিয়ে দিয়ে আসার জন্য স্টেশনের ভেতরে ঢুকলাম। ৬ নাম্বার প্লাটফরমে উপবন এক্সপ্রেস। ততক্ষন হর্ন বাজা শুরু হয়ে গেছে। কোন রকম দৌড়ে ঠ বগিতে উঠালাম বিদায় নিয়ে স্টেশন থেকে বেড়িয়ে রিক্সায় উঠে মোবাইলের ডাটা অন করে ফেইসবুকে ঢুকলম। দেখি ফারহানা আন্টির পোস্ট ট্রাভেলিং টু সিলেট উইথ মাই ডিয়ার ফ্রেন্ড নুপুর। পোস্টটা দেখে মনে একটা অপরাধ বোধ কাজ করতে লাগল।নুপুর আমার আপন খালা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:২৭

অতঃপর হৃদয় বলেছেন: গল্প?

২| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৯

অপরাজেয়আমি বলেছেন: সত্য না মিথ্যা? কল্পনা না বাস্তব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.