নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিকৃতবুদ্ধির অধিকারী

বর্ষন মোহাম্মদ

অস্থিতিশীলতা, নষ্টামি, আর যাবতীয় প্রতারণা-প্রবণতার বিরুদ্ধে খেলা চলবে

বর্ষন মোহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

বাকশক্তি হারিয়ে ফেলেছেন মূসা বিন শমশের

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩২



বাংলাদেশের বিতর্কিত ধনকুবের মূসা বিন শমশের বাকশক্তি হারিয়ে ফেলেছেন বলে বুধবার শুল্ক গোয়েন্দাদের কাছে দেয়া এক চিঠিতে তিনি জানিয়েছেন। চিঠির সাথে তিনি ডাক্তারের সার্টিফিকেটও জমা দিয়েছেন। মি. শমশেরের ঐ চিঠির একটি কপি বিবিসি বাংলার হাতে এসেছে।

এতে দেখা যাচ্ছে তিনি দাবি করছেন যে তার মুখের একপাশ পক্ষাঘাতগ্রস্ত। তার বাকশক্তি মারাত্মকভাবে লোপ পেয়েছে। তিনি ভালভাবে কথা বলতে পারছেন না। সে কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে ভীষণভাবে পর্যুদস্ত। খবর-বিবিসি বাংলা

ডাক্তার তাকে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছেন এবং বিশ্রাম নিতে বলেছেন বলে ঐ চিঠিতে তিনি উল্লেখ করেন।সে কারণে শুল্ক গোয়েন্দা তদন্ত দলের সামনে সশরীরে হাজির হতে তিন মাস সময় প্রার্থনা করেন মি. শমশের।

একটি বিলাসবহুল গাড়ির শুল্ক ফাঁকি ও মানিলন্ডারিং সংক্রান্ত তদন্তের সূত্রে ২০শে এপ্রিল মূসা বিন শমশেরের শুল্ক গোয়েন্দা দপ্তরে হাজির হওয়ার কথা ছিল। গত ২১শে মার্চ শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা মি. শমশেরের মালিকানাধীন একটি বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি আটক করেন বলে ঐ দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪১

রানার ব্লগ বলেছেন: ;)

২| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৪

আহমাদ সালেহ বলেছেন: :|

৩| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৯

ব্লগ সার্চম্যান বলেছেন: দেখা যাক কি হয়।

৪| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৯

বর্ষন হোমস বলেছেন:
শালা ফাঁকি দিতে দিতেই এতদূর আসছে।

৫| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৮

খায়রুল আহসান বলেছেন: চরম বিনোদনমূলক পোস্ট।

৬| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উনার অনেক টাকা।

৭| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৩

নতুন নকিব বলেছেন:



৫. ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৮ ০
খায়রুল আহসান বলেছেন: চরম বিনোদনমূলক পোস্ট।

৮| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩০

মুরশীদ বলেছেন: অদ্ভুত কাহিনী

৯| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩১

জগতারন বলেছেন:
এ সমস্ত লোক এত টাকা দিয়ে কী করবে?
এ সমস্ত 'এস-ও-বি' বুঝেনা টাকা দিয়ে মানুষের উপকার করলে মনে শান্তি পাওয়া যায়!

১০| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভণ্ডামি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.