নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্থিতিশীলতা, নষ্টামি, আর যাবতীয় প্রতারণা-প্রবণতার বিরুদ্ধে খেলা চলবে
রাজশাহীর তানোরে শিক্ষা সফরে গিয়ে ছাত্রীর সঙ্গে পাশাপাশি ছবি তুলে ফেসবুকে দেয়ায় এক স্কুল শিক্ষককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে জরিমানার টাকা ছাত্রীর পরিবারকে না দিয়ে সরকারদলীয় নেতারা টাকা পকেটে রেখে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ওই ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।
ঘটনাটি ঘটে গত ৭ এপ্রিল। জানা গেছে, ওই দিন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনামসজিদে শিক্ষা সফরে যায় তানোর উপজেলার নারায়ণপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সহকারী শিক্ষক নবিউল ইসলাম নবম শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে তার সঙ্গে পাশাপাশি বসে কয়েকটি ছবি তোলেন। পরদিন সেই ছবি তার ফেসবুকে পোস্ট করেন নবিউল। ফেসবুকে ওই ছবি দেখে উত্তেজিত হয়ে ওঠেন এলাকাবাসী। তারা শিক্ষকের বিচারের দাবিতে স্কুল ঘেরাও করে বিক্ষোভ করেন।
এ ঘটনার পরপরই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, প্রধান শিক্ষক আইউব আলী ও বাধাইড় ইউপির যুবলীগ সভাপতি গণেশের নেতৃত্বে অফিস কক্ষে সালিশ বৈঠক বসে। বৈঠকে শিক্ষক নবিউল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা বিচারকদের হাতে তুলে দেন নবিউল।
তবে ছাত্রীর বাবার অভিযোগ, তিনি কোনো টাকা নেননি। তবে এ ঘটনার পর তার মেয়ে লজ্জায় স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এলাকায় কানাঘুষা হওয়ায় বাড়ির বাইরেও যেতে পারছে না।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আবদুল মালেক জানান, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজকালের মধ্যেই সেই জরিমানার টাকা ছাত্রীর বাবাকে দেয়া হবে।
এদিকে অভিযুক্ত সহকারী শিক্ষক নবিউল ইসলাম বলেন, অসংলগ্ন বা খারাপ উদ্দেশ্যে ছবিগুলো তোলা হয়নি। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক পবিত্র। কয়েকজন ব্যক্তি এ ঘটনাকে পুঁজি করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তাকে জরিমানা করার বিষয়টা অন্যায্য বলে দাবি করেন তিনি।
২| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৬
করুণাধারা বলেছেন:
মেয়েদের স্কুলে তরুন পুরুষ শিক্ষক কেন থাকবে। মেয়ের মা বাবাই বা মেয়েকে এমন সেজেগুজে যেতে দেয় কেন? এমন হলে শয়তানে তো সুযোগ নেবেই।
৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৯
সিনবাদ জাহাজি বলেছেন: মাছ নিয়ে গেল কোলাব্যাঙে, ছিপ নিয়ে গেল চিলে
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাস্টরের মাথায় বাড়ি পড়েছে।
বেশি আধুনিক হলে এমনই হয়।